বাংলা টেক ব্লগ চা-কফি খেতে খেতে যদি করা যেত - ইনকাম।

হ্যা, সম্ভব । আজ আমি বলব এমন কিছু যা সত্যিকার অর্থে সকলের পক্ষে সম্বব আসুন আগে একটু গল্প করা যাক! আমাদের সকলের প্রায় প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হযে প্রারথর্ণা করার পর চা-কফি খাওযার অভ্যাস কম বা বেশি আছে। আমরা সাধারনত চা-কফি খাওযার পাশাপাশি প্রযোজনিয় সামাজিক যোগাযোগ মাধ্যমসমুহ ব্রাউজ করে থাকি অথবা যখন নোটিফিকেশন বেল বেজেউঠে তখন জানার আগ্রহটা একটু বেশি বেরেই যায়। যে কে কি লিখল বা কোথায় কি সংঘটিত হযেছে এমন নানা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে।

অমনি নোটিফিকেশনে ক্লিক করে দেখা যায় যে, কোন এক বন্ধু একটি পোষ্ট করেছে।

যাহোক কষ্ট হলেও ভালভাবে পোষ্টি পরে নিলে। এবার ভাবনার বিষয় যে একটা কমেন্ট করা যাক । এবার একটু ভেবেচিন্তে সেই বিষয়ের উপর একটু বরসর কমেন্ট করে বসলেন। যদি বিসয়টি তোমার বন্ধুর অনুকূলে ভালো কিছু হয তাহলে ছোট একটি কমেন্ট করলে অথবা ব্যতিক্রম কিছু হয়ে থকিলে মোটামুটি একটু গুছিয়ে  ঘটাকরে বরসর একটি কমেন্ট করে বসলে। [--দুইটি ভিন্ন কমেন্ট দ্বারা বুঝানো হলো আপনার পোষ্টি ছোট অথবা বড় হতে পারে-- আরে বন্ধু , কমেন্ট করুম তাতে আবার এত ভাবার কি আছে? হ্যা বন্ধু, ব্যতিক্রম কিছু ভবার এখনি উপযুক্ত সময়। মনেকর তোমার কমেন্টি যদি কমেন্ট না হয়ে একটি পোষ্ট হত তা হলে কেমন হত? ইনকাম শুরু হয়ে যেত। অনেক কথা বলা হয়ে গেল ।


তোমার মূল্যবান সময় থেকে একটু সময় নষ্ট হলেও পুরো পোষ্টি পরার জন্যো অনুরোধ রইল। কেননা জীবনের কোন এক প্রান্ত সময়ে এসে হয়তো আজকের লেখা এই পোষ্টি গভীর শ্রদ্ধার সহিত কারো কাছে গল্পে ন্যায় উপস্থাপন করবে। আর তাতে করে সেও তোমার থেকে উপকৃত হবে। কেননা সেও তার আয়ের একটি সহজ মাধ্যম অর্জন করে বসল। এভাবে সেও তোমাকে তার জীবদ্দশায় শ্রদ্ধা সহিত সরণ করবে।

বাংলা টেক ব্লগ-কি লিখে ইনকাম করবে ?

আর কথা না বারিযে বোঝার সুবিধার্থে একটি পোষ্ট লক্ষ করা যাক- মনেকরি, একই গোত্রভুক্ত দুটি শব্দ। যদিও এরা একই গোত্রভুক্ত নয় বা উচ্চারনের দিক দিযে একই না। যদিও আমরা বাংলা ভাষা-ভাষির লোক হযেও বাংলার উচ্চারন কতটা সঠিক নিয়ম মেনে উচ্চারন করে থাকি তা আমদের সকলের কাছে অনুমেয় বা বোধগম্য ।


শব্দ দুটি হল - স্যার ও ছাড় আমরা সকলেই কোন না কোন প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহন করে থাকি। আর সেই শিক্ষা প্রতিষ্ঠানের সজ্জিবনী বা প্রানবন্ত চালিকা শক্তি সমূহ হলো স্যারেরা বা গুরূজনেরা। গুরূজনদের প্রতি রইল আমার অর্নিশেসিত সম্মান।


এবার একটু ভিন্ন ভেবে দেখ কোন এক ব্যতিক্রম ধর্মী ছাত্র স্যারের সাথে দৃষ্টি কটু আচারন পোষণ করল। কিন্তু তুমি কোন প্রতিবাদ করলেনা বা তোমার সাধ্যের মধ্যে না থাকায় নীরবে মুখবুজে সযে গেলে। প্রতিবাদ করতে না পেরে তুমি ভাবলে স্যার গুরূজন সে যতোই কঠোর ব্যবহার করূক না কেন সে ক্ষমা করে দিবেন। তুমি স্থান ত্যাগ করলে । সে ও কিছু না বলে নিরবে চলে গেলেন। বিষয়টি অমিমাংসিত রয়ে গেল।


স্যার যখন জন-শূন্য পরিবেশে  একা বসে আছেন তখন সে ভাবলেন আমি কষ্ট দায়ক কোন আচারন পোষন না করার পরেও ছেলেটা কেন এমন করল। তার ভুলের জন্যে হয়তো সে এমনটা করলেন। এমনি অনেক কথা ভাবতে ভাবতে তার অন্তরে নীরবে সয়ে যাওয়া অপমানের জন্যে দু ‘চোখ বেযে অঝোরে অশ্রু ঝরতেছে।


তবুও সে মহান প্রতিপালকের কাছে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করলেন। অনেক বছর পরে সেই অপদার্থ ছাত্রটি সফলতা লাভ করল। হঠাৎ একদিন সে স্যারকে দেখে জরিযে ধরে কেঁদে ফেলল আর বলতে লাগল আপনা দোয়া বা আর্শিবাদ ছিলো বলে আজ আমি সফলতার শীর্ষে পৌছাতে পেরেছি। আজ বুঝতে পেরেছি সে দিন আমি অন্যেয় করেছিলাম। আমাকে মাফ করে দেন। আরে বোকা আমিতো সেদিনই ক্ষামা করে দিযে তোমার কল্যান কামনা করেছিলাম। এই শুনে ছেলেটা সে কি কাঁন্না।


ছাড়:-ছাড় সম্পর্কে আমি বিস্তারিত তেমন কিছু লিখবনা। কেননা আমরা সবাই কম-বেশি কোন না কোন পন্য ক্রয় করে থাকি। আর যখন ক্রয় সংঘটিত হয় তখন হয়তোবা আমরা ছাড়ের সুাবধা ভোগ করে থাকি। কিন্তু আমি স্পস্ট করে বলতে পারি সঠিক বাণিজ্যের ক্ষেত্রে ছাড় বলতে তেমন কোন শব্দ নেই। যদিও আমার পুরো লেখাটি একটি পোষ্ট তবুও ইনকাম বা আয় এর জন্যে উদাহরনটিকে একটি পোষ্ট কল্পনা করার পরামর্শ রইল। পুরো প্রক্রিয়াটায আপনাকে ইনকাম করতে হবে ব্লগিং এর মাধ্যমে। তাহলে ব্লগিং কী? ব্লগিং কী সে সম্পর্কে জানার আগে আমাকে জানতে হবে ব্লগ কী

বাংলা টেক ব্লগ সম্পর্কে যা যা আগে জানা দরকার

ব্লগ - সহজ করে বলতে এ পৃথীবির ভূমিতে আপনার বসবাসের জন্যে যেমন একটি সুন্দর বাড়ি থাকে তেমনি সাচ্ছন্দে জীবন ধারনের ক্ষেত্রে ইনকামের জন্যে গুগলে একটি Blog Site বা  Website থাকে। যেখান থেকে খুব সহযে বিভন্ন মাধ্যমে একত্রে বৈধ্য ও বিস্বস্ততার সহিত চিরস্থাযিভাবে ইনকাম করতে পারবেন। 


ব্লগার - সংক্ষেপে বলতে গেলে যে বা যারা Blog Site বা  Website এ বিভিন্ন কন্টেন্ট যেমন- লেখা-লিখি, ছবি, ভিডিও ইত্যাদি আপলোড করে ব্যক্তি তথা পৃথীবি কল্যানে সেবা দিযে থাকে। মনেরাখবেন সেবাই আযের অন্যতম শক্তিশালি উৎস।


ব্লগিং - Blog Site বা  Website থেকে এর লেখক বা স্রষ্টা বা অ্যাডমিন সেবা ও আয়ের নিমিত্তে যে কার্যাবলি সম্পাদন করে থাকে । অর্থাৎ পুরো প্রক্রিযাটিকে ব্লগিং বলে।


কিভাবে সম্পুর্ন ফ্রিতে এক বা একাধিক Blog Site তৈরি করে ইনকাম করতে পারবেন ও এর জন্যে কন্টেন্ট ছারা আর কি কি লাগবে?

ইন্টারনেট কানেক্টেট যে কোন একটি ডিভাইস যেমন মোবাইল, ট্যাব, ল্যাপটপ অথবা কম্পিউটার ছারা আর তেমন কিছুর প্রযোজন নেই। আপনি হযতোবা কোথা থেকেও পুরোপুরি ফ্রিতে সম্পুর্ন প্রক্রিযাটি পাবেন না। তবে আমি পুরোপুরি ফ্রিতে যাতে আপনি আয় করতে পরেন এমন সকল গোপন বিষয়সমূহও একটি ভিডিওতে তুলে ধরব যা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন কথা রইল। 

কাজের ফাঁকে কাজ করে আয় মাসে 6000 টাকা। Earn Money Montly easily in free time.

গোপন কৌশল সহকারে ইউটিউব থেকে আয়ের পরিপূর্ন গাইডলান। A complete guide to earning money from YouTube with secret strategies.

কোন ইনভেষ্ট ছারা প্রতি মাসে আয় 400 ডলার যা বাংলা টাকায় 34000 টাকা নগদ পেমেন্ট।

পাখি এখন আর খাচায় ডিম পারে না ডিম পারে অনলাইনে-golden birds

কি কি ভাবে একত্রে ইনকাম করা যায়

Adsense ads দেখিযে – যেনে রাখা ভাল গুগল অ্যাডসেন্স তার আয় থেকে 68 ভাগ আপনাদেরকে দিয়ে থাকে। গুগল যদি কোন প্রতিষ্ঠান থেকে ১০০ ডলার নিয়ে থাকে তাহলে সে ৬৮ ডলার আপনাকে পে করে থাকে। আর বর্তমান সময়ে প্রায় সকর ছোট খাটো ব্যবসায় থেকে শুরু করে বৃহৎ ব্যবসায় ও সেবা দান কারি প্রতিষ্ঠানগুলো আপনার ওয়েবসাইটে তাদের প্রতিষ্ঠানের বা পণ্য বা সেবার অ্যাড দেওয়ার জন্যে তীব্র প্রতিয়োগিতা করছে। তাই ভালো মানের কন্টেন্ট দিয়ে শুরু করতে পারেন আপনার ব্লগিং করে আয় বা আপনার ওয়েবসাইট থেকে আয় করা। তবে কোন ধরনের কন্টেন্ট থেকে হিউজ পরিমান বা কি পরিমান ইনকাম করতে পারবেন তা গুগর অ্যাডসেন্স সাইটে গিয়ে আনুমানিক আয় সম্পর্কে ব্যাপক ধারনা পেয়ে যাবেন।

মিডিয়া (Media.net):

গুগল অ্যাডসেন্স এর বিকল্প হিসেবে মিডিয়া (Media.net) থেকে আপনার সাইটে অ্যাড বান করিয়ে ইনকাম করতে পারবেন। বিশ্বে এর অবস্থান দ্বিতীয়। আপনার সাইট খুব সহজে যুক্ত করার মাধ্যমে ইনকাম করতে পারেন। মাত্র দুই কর্ম দিবসের মধ্যেই রিভিউ করে সন্তুস্ট হলে অ্যাপ্রুভ দিয়ে দিবে।

Adsterra Ads দেখিযে- Adsterra তাদের আয়ের অংশ আপনাদেরকে দিযে থাকে।

Youtube Ads দেখিযে¬-যেনে রাখা ভাল গুগল অ্যাডস আয়ে 68 ভাগ আপনাদেরকে দিযে থাকে।

Affiliate Marketing করে-অন্যের পণ্য বা সেবার Affiliate লিংক বসিযে।

ফ্রিল্যানসিং (Freelancing) করে- নিজের কোন সেবা বিক্রি করে।

নিজের কোন পণ্য বিক্রি করে।

অনেক ধৈর্য ধরে পোস্টি পরার জন্যে ধন্যবাদ—অনেক ভালো হতো যদি একটি কমেন্ট করতেন।