অতি সহজ কাজ করে অনলাইন থেকে ঘরে বসে আয় করতে পারেন প্রতি মাসে আয় 400 ডলার যা বাংলা টাকায় 34000 টাকা। বিস্তারি জেনে নিন কিভাবে ও কি কি কাজ করে?
কি কি কাজ এখানে রযেছে?
এ সাইটে অনেক ধরনের কাজ রযেছে যা অতি সহজ এবং যেকোন ব্যক্তি করতে পারে। চাকরিতে যেমন নির্ধারিত সময় কাজ করার পর অতিরিক্ত
সময় কাজ করে আয় করা যায়। তেমনি এখানে মুল কাজের পাশাপাশি অতিরিক্ত কাজ করে আয় করা যায়।
পাঁচ মিনিটের মধ্যেই ওযেবসাইট আয় কোন কন্ডিশন ছারা। সাথে থাকছে পাঁচ ডলার উত্তোলনের সুযোগ।
বিশ্বাস করতে পিারছিলাম না যে বাংলাদেশি সাইট এখনও টিকে আছে?
আজেই আপনার লেখা থেকে আয় করুন আমাদের সাথে। Make money from your writing with us today.
অ্যাকাউন্ট করে যে কোন পরিমাণ ডিপোজিট কনলে
বোনাস। নিচের পিকচারের লেখাটি ফলো করলে বুঝা যায়। রেফার করে আয় করতে পারবেন অতি সহজে কেননা আপনাকে
20 টাকা দিলে তাকে দেয় 30 টাকা।
তাই যে কেউ অতি সহজে জযেন করবে। তাই আপনি ও সে উভয়ই
আয় করতে পারবেন।
অ্যাকাউন্ট করে rapidjobsbd আয় করুন ঘরে বসে।
করতে পারবেন নগদ ও বিকাশে । তাছারা আপডেট
অনেক ফিচার যুক্ত হতে যাচ্ছে ।
Virtuedeal থেকে আয় করুন কমপক্ষে মাসে 50 থেকে 100 ডলার
আপনি উরের আলোচনার থেকে যেভাবে কাজ করে অনলাইন থেকে আয় করতে পারবেন। ঠিক একেইভাবে এ সাইট থেকেও আয় করতে পারবেন।
আগে আলোচনটি মনোযোগ দিয়ে বারবার পরে নিন।
তাপর এ সাইটে জয়েন করে আয় করতে থাকেন।
এ সাইটের কাজের ধরন, উইথড্রয়াল প্রক্রিয়া প্রায় একেই প্রকৃতির।
তাই অজথা বিস্তাতির লেখার প্রয়োজন বোধ করিনা।
তবে আমি আপনাকে এটটুকু বলতে পারি য়ে, আপনি যদি সম শ্রেণির দশ বা পনেরটা সাইট নিয়ে কাজ করেন।
তাহলে প্রায় প্রতিদিন কোন না কোন সাইট থেকে উইথড্রয়াল করতে পরেবেন।
Workendb থেকে আয় প্রতিদিন 400 টাকা থেকে 500 টাকা সাথে থাকছে স্পিনিং ও রেক্যাপ্চা পুরোণ করে আয়ে সুয়োগ।
এ জাতীয় সকল সাইটের আর্নিং প্রক্রিয়া প্রায় একেই রকম।
তবে এ সাইটে ভিন্ন কিছু পরিলক্ষিত হয়। তা হল আপনি প্রতি আধা ঘন্টা পরপর স্পিনিং করে আয় করতে পারবেন।
আপনি নিদৃষ্টভাবে কয়েক বার স্পিনিং ঘুরিয়ে আয় করার সুয়ো পাবেন।
আর বেশ কয়েকরার রেক্যাপ্চা পূরন করে আয় করতে পারবেন।
খালি ঘরে লেখার ক্ষেত্রে খেয়াল করবেন যেন ভুল না হয়।
আর যদি কয়েকবার ভুল করেন তাহলে লক হয়ে যাবে ওই দিনের জন্যে।
টেনশনের কোন কারণে নেই পরের দিন আবারো করতে পারবেন।
তাছারা অন্য সাইটের মতন কাজ করে ও আয় করতে পারবেন।
ইনকাম প্রক্রিয়া একেই ধরনের হওয়ায় পুনঃ আলোচনা করা হলো না।
শুধ জয়েন হোন আর কাজ করে আয় করে নিজেকে সমৃদ্ধ করুন।
Dhakajob থেকে ও আপনি ওই সকল সাইটের ন্যায় কাজ করে আয় করতে পারেন।
কতটা সাইট নিয়ে রিভিউ করব বা আর কি লিখব জানি না তবে এটি জানি আপনাদের অনলাইন থেকে আয়ের জন্যে নতুন নতুন সন্ধান দরকার তাই সাউটসমূহের সন্ধান দিচ্ছি মাত্র।
পূরবের প্লাটফর্ম গুলোর ন্যায় আপনি কাজ করে আয় করতে পারবেন।
তাছারা আপনি যদি সার্চ করেন কিভাবে মাইক্রো জব করে আনলাইন থেকে আয় করা যায় (How to make money from online by doing micro jobs) তাহলে Make Money online রিলেটেড এরুপ অনেক সাইটের সন্ধান পেয়ে যাবেন।
তবে খেয়াল করবেন সব সাইট আপনাকে পে নাও করতে পারে।
তবে আমার এ সাইটে যে সন্ধান পাবেন তা 99.99 পারসেন্ট পেমেন্ট করে থাকে।
Make Money online রিলেটেড hivemicro.com এ সাইটে হিউজ পরিমান কাজ আছে।
এখন যে ওয়েবসাইটটির কথা আলোচনা করব এ সাইটে হিউজ পরিমাণ কাজ আছে।
তবে সাইটটি এখনও অনেক দেশে কাজ করে না।
যদি আপনার লোকেশনে কাজ করে তাহলে আপনিও কাজ করতে পারেন।
তবে আমি যতটুক জানতে পেরেছি তারা তাদের আওতা প্রসারের কাজ চালিয়ে যাচ্ছে।
আশা করা যায় কযেক মাসের মধ্যেই আরো অনেক দেশকে তারে সাইটে কাজ করার উপযুক্ত করে তোলব।
যদি এখন কাজ না করতে পারেন তাহলে একটু অপেক্ষা করবেন আর মাঝে মাঝে ট্রাই করবেন।
তবে সর্বশেষ আপডেট আমি আপনাদে জানাতে চেষ্টা করব যতদূর সম্ভব।
Seovaly প্রতিদিন আয় করা যাবে 10 থেকে 20 ডলারের মতন কাজ করে।
প্রতিদিন আয় করা যাবে 10 থেকে 20 ডলারের মতন কাজ করে।
এছারাও প্রফেশনাল দক্ষতা থাকলে আয় আনলিমিটেড।
আপনি সাইটটি গিয়ে দেখতে পাবেন কাজের ধরন প্রায় একেই রকমের। টাকা তোলার আপশনগুলোও প্রায় একেই রকম।
তবে যদি আপনার প্রফেশনাল দক্ষতা থাকে তাহলে আপনার আয় হবে অগনিতভাবে।
আপনি ইনস্টান্ট কাজ করে আয় করার পাশাপাশি র্দীঘ মেয়াদি কাজ করে ও আয় করতে পারেন আনলাইন থেকে ঘরে বসে।
আপনি আপনার দক্ষতা তার উপর ভিত্তি করে অফার ক্রিয়েট করে রাখলে বায়াররা আপনাকে নক করলে তাদের সাথে ডিল করে তাদের কাজ করে দিবেন আর তারা আপনার পারিশ্রমিক পরিশোধ করে দিবে।
তাছারা ও আর একটি বেষ্ট ওয়ে আছে এখান থেকে আয় করার তা হলো বায়ার তার প্রয়োজনীয় কাজের গিগ তৈরি করে রাখে। আপনি সেটা বিট (bit) করে কাজ নিতে পরেন।
2 Comments
Ame suru korce. Thanks
উত্তরমুছুনVery attractive and perfect waiting for next more like this
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!