আমি সাধারনভাবে বলতে পারি যে, যারা প্রায় সকল পোষ্ট মনোযোগ সহকারে পড়বে তারা অনলাইন থেকে সফলভাবে আয় করতে পারবে ইনশআল্লাহ। তবে এর জন্যে দরকার নিরলস পরিশ্রম।
ফাইভার FIVERআপনি কোন এক একাধিক বিষযের উপর নলেজ ও সামার্থ অর্জন করুন। এরপর সে বিষযের উপর একটি অ্যাকাউন্ট ক্রিযেট করে নিন।
অ্যাকাউন্ট ক্রিযেট করতে সফল অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টসমূহ পর্যালোচনা বা তাদের অ্যাকাউন্টগুলো একটু ঘাটাঘাটি করলেই আপনি কার্যকরভাবে একটি অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে পারেন।
আপওযার্ক UPWORK
বন্ধুরা আমার ব্যক্তিগত একটি মতামত আপনাদে সাথে শেযার করলেই হয়তোবা অনেক আশার আলো সঞ্চয় হবে।
কোন লোক যদি এক টুকরো মাটির দলা ভাঙতে পারে সে ইট ও ভাঙতে পারবে আর যে ইট ও ভাঙতে পারবে সে পাথরের টুকরা ভাঙর সাহস সঞ্চয় করতে পারে যদিও কাজটা অনেকটা কঠিন।
অপরপক্ষে, যে লোক মাটির দলা ভাঙতে পারে না পাথরের টুকরা ভাঙা তো দূরের কথা সে ইট ভঙার মত সহজ কাজে সাহস সঞ্চয় করতে পারে না।
আমার এ থিওরি থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে, ফাইভারে কাজ করতে পারে সে আপওযার্কে ও কাজ করতে পারে। এমনকি এরুপ সকল সাইটে সে একযোগে কাজ করতে পারে।
আর ডলার নয় এবার বেশি বেশি ইউরো আয়, পেমেন্ট বিকাশ । And not the dollar, this time more and more euros.
যে সকল সেক্টর থেকে ইনকাম করতে পরবেন অনলাইনে। You will be able to earn income online from all sectors.
কিভাবে মেইল ক্রিয়েট করবেন (How to create Gmail)
১৬টি অ্যাফিলিয়েট সাইট থেকে ইনকামের সঠিক ও পূর্ণাঙ্গ গাইডলাইন। Accurate and complete income guidelines from 16 affiliate sites.
ফ্রিল্যানসার(Freelancer)
আপনার ফ্রিল্যান্সিং ক্যরিযার থেকে আয়
যদি থাকে কোন কাজের উপর আপনার দক্ষতা তাহলে তা প্রয়োগ করে আয় করতে পারেন মাসে হাজার হজার টাকা। আপনার যদি এ সকল কাজের উপর দক্ষতা যেমন- ওয়েবডেভোলপার, লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ফেসবুক পেইজ বিল্ডার, ইমেইল, চ্যানেল প্রোমোট প্রভিতি । তাহলে আপনি এ সাইট থেকে ভাল পরিমাণ টাকা আয় করতে পারবেন অনলাইন থেকে। ধরেন আপনি একজন ভালো ডিজাইনার। করিম নামের একজন ব্যক্তির একটি লোগো ডিজাইন করা লাগবে। তাহলে আপনি যদি তার প্রয়োজনীয় লোগোটি ডিজাইন করে দেন। সে আপনাকে আপনার কাজের পারিশ্রমিক বাবদ আপনার নির্ধারিত মূল্য এ ওয়েবসাইটের মাধ্যমে দিয়ে দিবে। আর আপনি তাকে লোগোটি দিয়ে দিবেন।
এভাবে আপনি আপনার বাস্তব দক্ষতা কাজে লাগিয়ে আয় করতে পারেন। তাই যে কাজের উপর আপনার আছে সে কাজের গিগ ক্রিয়েট করে এখানে রাখলে আপনি অফার পেয়ে যাবেন। আর আপনার যদি একাধিক কাজের দক্ষতা থাকে তাহলে সকল দক্ষতার গিগ পাবলিশ করে আয় করতে পারেন।
এ সাইটি আপওয়ার্ক বা ফাইভারের মতন তবে পার্থক্য হলো এখানে আপনি ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন। য়েমন ফ্রিল্যানসারের একটি অ্যকাউন্ট করা অনেক জটিল কাজ ও আপনি জানেন য়ে একটি অ্যকাউন্ট ভেরিফাই করাতে 100 ডলারের বেশি খরচ হয়ে থাকে। কিন্তু এখানে সম্পুর্ন ফ্রিতে করতে পারবেন। তাই আপনার দক্ষতার উপর ভিত্তি করে অ্যকাউন্ট করে আয় করতে পারেন।
ট্রুল্যানসার TRUELANCER
উপরে বর্নিত সাইটসমূহে মত এটি একটি বাংলাদেশি সাইট। এখানেও কাজ করতে পারেন। তুলামূলকভাবে অন্য সকল থেকে এখানে কাজ করা ইজি। তাই আমি ব্যক্তিগতভাবে বলব আগে এখানে ট্রাই করতে। তবে যে সাইটেই কাজ করেন আগে যে কোন একটি কাজের উপর কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখে নেওয়াটা অনেক কার্যকর।
1 Comments
Anupararona paya suru korlam.
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!