কত আয় করতে পারবেন তা বলা যায়না তবে এটা বলা যায়, এ সাইটে রয়েছে বিভিন্ন ধরনের কাজ। তবে কিছু কাজ আছে যা করতে তেমন কোন অভিজ্ঞতা দরকার পরে না । আবার অনেক কাজ রযছে যা দক্ষতা ছারা একেবারেই করা সম্ভব নয়। তাই বলব যারা কেবর মাত্র নেট ব্রাউজ করতে পারে এমন লোক থেকে শুরু করে দক্ষতা সম্পন্ন লোক ও আজকের আলোচ্য পোষ্ট থেকে হিউজ পরিমাণ আয় করতে পারবে।
কিভাবে এখান থেকে আয় করা যায়?/ How to make money from here?
ধরুন কোন এক ব্যক্তির কিছু কাজ করাতে চায়। কিন্তু সে জানেনা যে কিভাবে তার কাজটা করাবে বা কোন মাধ্যমে সে কাজটা করাবে। কিন্তু আপনি জানেন যে কিভাবে কাজটা করাতে হবে। তাহলে এবার আপনার কাজ কি? আপনি তার কাছ থেকে কাজের অনুমতি গ্রহন করে অন্যের দ্বারা কাজটি করিযে নিবেন। যদি বুঝতে অসুবিধে হয় তা হলে আমাদের সাপোর্ট পেজ থেকে সাপোর্ট নিবেন।
ধরুন 600 ডলারের একটি কাজ নিলেন এবং কাজটি করার জন্যে প্রাথমিকভাবে সে আপনাকে 50 ডলার দিল আর আপনি 35 থেকে 40 ডলারের মধ্যেই 50 ডলারের কাজ করে ফেললেন। এতে আপনার লাভ হল 10 থেকে 15 ডলার। একই ভাবে পর্যায়ক্রমে টাকা নিবেন আর অন্যের দ্বারা কাজ করিযে নিয়ে নিজে লাভ করবেন। এ পলিসিটি হলো কিছু কাজের ক্ষেত্রে। আর যাদের এক বা একাধিক ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা আছে তারা তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কাজ করে আয় করতে পারেন অনলাইনে ঘরে বসে।
কারো আবার প্রশ্ন আসতে পারে য়ে, কি কি ধরনের কাজ রযেছে এখানে?
ইন্টারনেটের মাধ্যমে বা অনলইনে মাধ্যমে যত ধরনের কাজ আছে প্রায় সকল ধরনের কাজ রযেছে এ সাইটে।
ছোট মানের কিছু কাজ
বিনা পুজিতে সফল ব্যবসায় / টাকা ছারা ব্যবসায়- চাকরি নয় উদ্যোক্তা হন।
বড় মানের কিছু কাজ
তাই যে কোন একটি বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করে কাজ করে আয় করতে পারেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে বলব যে একটি অ্যাকাউন্ট করে প্রথমে ঐ সকল কাজ করবেন যা করতে তেমন কোন অভিজ্ঞতা দরকার পরে না। পাশাপাশি যে সকল কাজ বেশি ডিমান্ডঅ্যাবল সে কাজ শিক্ষতে থাকবেন। এত আপনার আয় তারাতারি হবে। যদি অ্যাকাউন্ট খোলা না বুঝেন তাহলে আমাদের সহায়তা নিতে পারেন।
তবে কপি পেষ্ট করে কোন অ্যাকাউন্ট করবেন না। তবে অ্যাকাউন্ট খুলতে অন্যের অ্যাকাউন্ট থেকে ধারনা নিয়ে নিজের অ্যাকাউন্ট ক্রিযেট করে নিতে পারেন। সাইটির হলো Truelancer ডট কম লিখে সার্চ দিয়ে অথবা How to create a account on Truelancer? লিখে সার্চ দিয়ে প্রয়োজনিয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে আয় করুন ঘরে বসে।
1 Comments
very effective creation. waiting fir more like this
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!