আজ কেন আমি আপনার অ্যানড্রযেড মোবাইলে ডেটা বা নেট কানেক্ট করার পোষ্ট করলাম? তা হলো যে বা যারা অ্যানড্রযেড মোবাইলে ব্যবহার করেন কিন্ত তারা অনেকেই  আপনার অ্যানড্রযেড মোবাইলে ডেটা বা নেট কানেক্ট করতে পারেন না। আবার পারলেও হয়তো ভুলে গেছেন। তাই যারা বিভিন্ন কারনে ডেটা বা  নেট কানেক্টে প্রবেলেম ফেইস করতেছেন তাদের সমস্যা দূর করার নিমিত্ত্বে। তাই পর্যাক্রমে নিচের স্টেপগুলো ফলো করলে অবশ্যই নেট বা ডেটা কানেক্ট করতে পারবেন।

How to learn English Grammar easily?

কিভাবে আপনার পিসি বা ল্যাপটপে সেলুলার নেট কানেক্ট করবেন?/ How to connect cellular net to your PC or laptop?

আজ কেন আমি আপনার পিসি বা ল্যাপটপে মডেম কানেক্ট করার পোষ্ট করলাম? তা হলো যে বা যারা উইন্ডোজ ১০ ব্যাবহার করেন। তারা উইন্ডোজ এর আপডেট হওযার কারনে নেট কানেক্টে প্রবেলেম ফেইস করতেছেন। তাদের সমস্যা দূর করার নিমিত্ত্বে। তাই পর্যাক্রমে নিচের স্টেপগুলো ফলো করলে অবশ্যই নেট কানেক্ট করতে পারবেন।

আপনার থাকা মডেমে সিম প্রবেশ করিয়ে নিবেন। প্রবেম করানোর আগে অবশ্যই নেট কিনে নিবেন বা পরেও কিনতে পারবেন তবে আগে ক্রয় করে নেয়া উত্তম। তবে যখনই ক্রয় করেন না কেন কানেক্ট করার পূর্ব অবশ্যই কিনে নিবেন না হলে আপনার সিমে থাকা মেইন ব্যালেন্স কেটে নিয়ে যাবে। 


এর পর আপনার আউটপুট ডিভাইসটি পিসি বা ল্যাপটপের সাথে সংযোগ দিবেন। তারপর মাই কম্পিউটার বা দিস পিসিতে প্রবেশ করে মাউসের মডেম আইকনের উপর কারসার রেখে লেফট বাটন ডাবল ক্লিক করে ইনস্টল করবেন। ইনষ্টল করার ক্ষেত্রে আরো কয়েকবার ক্লিক করা লাগবে তা করে নিবেন।

ইনস্টলেশনের কাজ শেষ হলে আপনার পিসি বা ল্যাপটপের অল সেটিংস (All settings) অপশন থেকে নেটওযার্ক ও ইন্টারনেট(Network & internet) সেটিংস এ প্রবেশ করে প্রোপারটিজ এ ক্লিক করবেন। প্রোপারটিজ (Properties) এর পর অ্যাডভান্স অপশনস (Advanced Options) ক্লিক করে অ্যাড অ্যা অ্যাপিন(Add an APN) ক্লিক করবেন। এবার দেখুন আপনার সিমটি কোন অপারেটরের। 

পাখি এখন আর খাচায় ডিম পারে না ডিম পারে অনলাইনে-golden birds

মাসে সর্বোচ্চ আয় করুন প্রায় 50 ডলার।

সিমটি যদি গ্রামিণফোন কোম্পানির হয় তাহলে প্রোফাইল নেইম এর ঘরে লিখবেন  GP-INTERNET(বড় হাতের অক্ষর হলে বেষ্ট হয়) অ্যাপিন ঘরে লিখবেন internet (ছোট হাতের অক্ষর হলে বেষ্ট হয়)। বাকি থাকা অন্য কোন সেটিংস আপনার চেইন্জ বা পরিবর্তন করার দরকার নেই এর পর স্কোরোল করে নিচে নিমে সেভ (Save) বাটন প্রেস করার পর ওকে (Ok) প্রেস করে দিবেন। আর আপনার সিমটি যদি অন্য অপারেটরের হয় তাহলে পর্যায়ক্রমে রবি হলে Robi-internet ও internet বাংলালিংক হলে Banglalink ও blwap তাছারা অন্য অপারেটরের হলে তাদের কাছ থেকে ফ্রিতে *১২১# ডায়েল করে ইন্টারনেট অপশন থেকে ইন্টারনেট সেটিংস কালেক্ট করে নিবেন।

সর্বশেষ ব্যাকে এসে কানেক্ট (Connect) বাটন প্রেস করলে কানেক্ট হয়ে যাবে। অথবা নেচে থাকা পারমিট বাটনে টিক চিহ্ন দিয়ে রাখলে আপনি যখনেই মডেম কানেক্ট করবেন তখনই উইন্ডোজ আপনার পিসি বা ল্যাপটপের নেট অটোকানেক্ট হয়ে যাবে। তার পরও যদি আপনার কিছু জানার থাকে তা কমেন্ট করে জানালে অবশ্যই সমাধান পাবেন। এছারাও আপনি উপকৃত হলে অনুপ্রেরনার জন্যে একটি কমেন্ট করিয়েন।

  • How do I set my Internet settings
  • How can I get GP/ROBI/BL/AIRTEL/TELETALK Internet settings
  • How do I change my Internet settings to 4G