আমরা আমাদের মনের ভাব অন্যের কাছে প্রকাশের নিমিত্তে ভাষার ব্যবহার করে থাকি। আর কোন ভাষার ব্যবহার করতে হলে সেই ভাষার প্রত্যেকটি শব্দের শ্রেণিগত অবস্থান জানা একান্ত প্রয়োজন। যদিও আমরা মাতৃভাষা ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সচেতন নই।
কিন্তু মাতৃভাষা ব্যতিত অন্য কোন ভাষার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হয়। তাই কোন ভাষার ব্যবহার করতে হলে এই অধ্যয়টি সম্পর্কে বিস্তারিত জানা অতিব জরুরি। তাই আজ ইংরেজি ভাষার Parts of speech সম্পর্কে আলোচনা করব।
ছন্দে ছন্দে শিখবো আমরা আট প্রকার
Parts of speech
কোন কিছুর নামকে বলে নাউন
যেমন--ঢাকা টাউন
নামকে বুঝাতে প্রতিকীরুপে ব্যবহারীত
হয় যাহা তাহাই প্রোনাউন --it
যখন তুমি এটা সেটা করতে কিছু পারবে
পরবে সেটা ভার্ব এ --Go/ do
দোষে-গুনে হয় Adjective --Good/bad
বিশেষ ভাবকে বুঝাতে ব্যবহৃত হয় Adverb --very
সম্পর্কের সংযোগ সাধনে দায়িত্ব নেয় Preposition --of/to
যোগ-বিযোগের বেলায় Conjunction --and/or
অবাক হলেই ইন্টারজেকশন-- Alas
প্রত্যেকটির একটি বা দু’টি করে উদাহরন দেয়া হযেছে।
সম্মানিত শিক্ষবৃন্দ, স্নেহভাজন ছাত্র-ছাত্রী বন্ধুরা ও আমার প্রাণ প্রিয় গার্ডিযানদেরকে বলছি বই থেকে পরিপূর্ন শিক্ষা লাভের। এটি কেবলমাত্র মনেরাখার একটি সহজ সরল মাধ্যম যা আপনাদে জন্যে আমার ব্যক্তিগত তরফ থেকে সামান্য প্রযাস মাত্র।
কিভাবে অতি সহজে টেন্স শিখতে পারবেন?
আমরা অনেকেই হয়তো টেন্স এর স্টাকচার একরার দেখেই বুঝে থাকি। আবার অনেকে আছি যারা এটি শেখার পর যখন অন্যটি শিখতে যাই তখন আবার আগেরটা ভুলে যাই। আবার অনেকে আছি কোনভাবেই আয়ত্ব করতে পারছি না। এসকল প্রশ্নের একক সমাধান পাবেন আজকের আলোচ্য আরটিকেলটি থেকে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!