আশা যখন নিরাশায় পরিনতন হয় এজন্যে আপনার খেয়াল রাখা উচিত যে সকল বিষয়গুলোর প্রতি। আজ না হয় কাল অবশ্যই হবে। এ আশা রেখে সামনের দিকে অগ্রসর হতে পারলে আপনার সফলতা খুব বেশি দূরে নয়। এটি ধরে নিয়ে আস্তে আস্তে আপনার লক্ষের দিকে এগোতে থাকুন। আপনার মনে খুব বেশি তরাশ থাকাটা স্বাভাবিক কিন্তু কাজ করতে হবে আস্তে আস্তে।

অনেক ইচ্ছা ছিল অনলাইনে কোন কিছু করার। কিন্তু যখন বাস্তবতার সম্মুখিন, তখন সীমাহীন প্রতিবন্ধকতার সম্মুখিন। অসুবিধা না থাকলে যেমন সুবিধা শব্দটির অস্তিত্ব থাকত না। তেমনি যে কোন কাজের ক্ষেত্রে বাঁধা না থাকলে এর সুবিধাও থাকত না। অনেকের চ্যানেল বা বিভিন্ন সামাজিক চ্যানেল বা পেইজ রযেছে কিন্তু income হচ্ছে না। তারা আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওর ডেসক্রিপসন থেকে অ্যাকাউন্ট করার পর জব পোষ্ট করে প্রোমোশন করিযে নিতে পারেন।

আশারাখি আপনি ভালভাবে আপনার কাজ করতে পারবেন। তাছারা কিছু কাজ আছে যা প্রতিটি অ্যাকাউন্ট এর বিপরিতে সম্পাদন করতে হয় সেগুলো করে নিবেন। যেমন ভালো একটা ডেসক্রিপসন বা বর্ণনা । ভালো একটা ডেসক্রিপশন একটি অ্যাকাউন্ট এর জন্যে খুবই গুরূত্বপূর্ণ। আপনার দেয়া ডেসক্রিপশন থেকে আপনার অনুসারিরা অনেক পজেটিভ ধারনা নিতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যখন কোন ভিজিটর আপনাকে বা আপনার প্রকাশিত ষিয়টি বা বিষয়সমূহ ভিজিট করবে সে আপনার দেয়া বর্ণনা থেকে সঠিক ধারনা পেলে আপনাকে অনাযাসে অনুসরন করবে।

তাই আমি বলব সর্বদা চেষ্টা করবেন সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ও যথার্থভাবে লিখবেন। তবে বেশি বড় করে লিখবে না। কারণ অনেক বড় হলে কেউ সাধারনত আপনার লেখাটি নাও পরতে পারে। আমি বলতে পারি যদি আপনার লেখাটি অযথা টেনে বড় করেন এতে করে আপনার জন্যে হিতে বিপরিত হতে পারে। তাই অল্পের ভিতরে যেন আপনার পরিপূর্ন বিষয়টি তুলে ধরতে পারেন বা ফুটিয়ে তুলতে পারেন সে দিকে যথেস্ট খেয়াল রেখে লিখবেন।


সুন্দর একটি নাম জনপ্রিয়তা লাভের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। সর্বদা ভাল নাম দেয়ার দিকে খেয়াল রাখবেন। এবং নামটি সহজ দিবেন যাতে আপনার ভিজিটররা সহজে পরতে ও মনে রাখতে পারে। আবার আপনাকে এদিকে খেযাল রাখতে হবে যাতে আপনার নির্ধারিত নাম থেকে যেন আপনার প্রকাশিত বিষয়সূহ সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারনা চলে আসে।

তবে আপনি যদি অনলাইন থেকে প্রকৃতপক্ষে আয় করতে চান তাহলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কেননা আজ পৃথিবীর প্রায় সব লোক সচেতন। তাছারা কানাকানির দিন শেষ। আজকের মুক্ত বিশ্বে আপনি যা অনলাইনে রাখবেন তা সবার জন্যে উন্মুক্ত আপনার ব্যক্তিগতভাবে রাখা বিষয়সমূহ ব্যতিত। তবুও আপনার সার্ভিস মানুষের দোর গোরায় পৌছাতে খুবই প্রতিযোগিতা কাজ করছে। আজ আপনার আশপাশে পৃথিবীর সবচেযে দূরবর্তী প্রান্ত থেকে সেবা দিয়ে জাচ্ছে কিন্তু আপনি পারছেন না। কেননা সময় সবকিছু বদলে দিয়েছে।

তাই আপনাকে প্রতিযোগিতায় এগিয়ে ও টিকে থাকতে হলে হতে হবে কঠোর পরিশ্রমি, খুবই সূক্ষ্ম মেধাসম্পন্ন ব্যক্তি ও আপনাকে ব্যয় করতে হবে অর্থ। তাই আপনার সেবাকে সর্বোত্তম গুরুত্ব দিয়ে কাজ করে এগিয়ে রাখুন ও এর জন্যে আপনাকে কাজ করতে হবে প্রতিনিযত। আপনি কাজ না করলেও আপনার সম শ্রেণির প্রতিযোগিতারা কখনও বসে থাকে না তাদের সেবা নিয়ে। তারা তাদের সর্বোত্তম চেষ্টা ক্রমাগত চালিযে যাচ্ছে।

জিরো দক্ষতা - অ্যাকাউন্ট খুলতে পারলেই আয় হবে নিশ্চিত। Zero Skills - If you can open an account, you will be guaranteed income.

ফেসবুক পেইজ বা গ্রুপ বা আপনার ব্যক্তিগত ব্যবসায়ীক প্রোফাইল এর মান বৃদ্ধি পরামর্শ (Tips to increase the value of your Facebook page or group or your personal business profile.)

আপনি কেন ফেসবুক পেইজ বা গ্রুপ বা আপনার ব্যক্তিগত ব্যবসায়ীক প্রোফাইল চালু করছেন? এই প্রশ্ন থেকেই আপনি জানতে পারবেন আপনার করণীয় সম্পর্কে। তাই আপনার ব্যবসায়িক প্রোফাইল এর বায়ো, সঠিক অ্যাড্রেস ও অন্যান্য সকল সেটিংসসমূহ সঠিকভাবে পূরণ করে নিতে ভুল করবেন না। তাছারা লোকে যেন আপনার প্রতিটি পেইজ বা গ্রুপ বা আপনার ব্যক্তিগত ও ব্যবসায়ীক প্রোফাইল থেকে আপনার সাথে কানেক্ট হতে পারে। তাছারা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম কানেক্ট করে নিবেন। সকল সেটিংস এর সাথে সাথে আপনার প্রোপার ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করে নিবেন। আপনার অ্যাকাউন্ট এর প্রোপার ভেরিফিকেশন যেকোন অসৎ উদ্দেশ্য থেকে আপনার সকল কিছুর সার্বিক নিরাপত্তা দিবে। এরপর আপনার প্রোডাক্ট বা সেবাসমূহ প্রচার করবেন। চেষ্টা করবেন নিয়মিত আপলোড বা আপডেট থাকার।

পারলে শিডিউল মোতাবেক পোষ্ট করবেন। ট্রাফিকের রেসপন্স দিবেন। সম্ভব হলে সাথে সাথে আর তা না হলে সিলেক্টেড টাইমে। এরপর আপনার প্রোফাইলে থাকা ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। এরপর বিভিন্ন গ্রুপ এর অনেক প্রশ্নের রিপ্লে দিতে পারলে মোটামুটি অনেক ট্রাফিক পেয়ে যাবেন।

বিভিন্ন স্মল বিসনেস সাইটের (Small Business Sites) মাধ্যমে স্বল্প খরচের বিনিময়ে দ্রুত অনেক সাপোর্ট নিতে পারেন। এতে সাপোর্ট এর পাশাপাশি অনেক কার্যকর ফলও পাবেন বটে। এরকম সাপোর্ট নিতে হলে এই সাইটের অনেক পোষ্ট থেকে আপনি সে সকল সাইটের সন্ধান পেয়ে জাবেন। সে সকল প্লাটফর্ম থেকে আপনি ইনস্টান্ট সাপোর্ট নিতে পারবেন।

অনলাইনের প্রায় সকল ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের কাছ থেকে সাপোর্ট নিয়ে আজ প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে। ফেইসবুক ছারাও টুইটার, লিংকডিন বা এরকম যেকোন সোসাল মিডিয়ার ক্ষেত্রে একেইভাবে সাপোর্ট নিতে পারবেন। এসকল সোসাল মিডিয়া প্লাটফর্ম গুলােই আপনার অনলাইন ব্যবসার জনপ্রিয়তা বাড়াতে ও ধরে রাখতে ব্যাপক অবদান রাখে।

টিউটোরিয়াল থেকে আয়

আজকাল অনেক অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে। সে সকল প্রতিষ্ঠারনের আওতায় টিউটোরিয়াল করে আয় করতে পারবেন। তাছারা কোন এক বা একাধিক বিষয়ের উপর দক্ষতা অর্জন করে তার উপর কার্যকর টিউটোরিয়াল বানিয়ে সেগুলো সেল করে আয় করতে পারেন। তবে এর জন্যে আপনাকে প্রাথমিক অবস্থায় কিছু ফ্রি টিউটোরিয়াল বিভিন্ন প্লাটফর্মে প্রচার বা আপলোড করে তার মার্কেটিং করতে হবে। যদি কোন লোক আপনার ফ্রি টিউটোরিয়াল দেখে বুঝতে পারে যে আপনার ভিডিও বা আরটিকেল খুবই ইফেক্টিভ তাহলে সে সে বিষয় সম্পর্কিত টিউটোরিয়াল আপনার কাছ থেকে ক্রয় করতে চাইবে।


তখন আপনি নির্ধারিত মূল্যে সেগুলো সেল করে আয় করতে পারবেন। তবে কখনো কাউকে ঠকাবেন না। এতে আপনার সেবা থেকে আয় বন্ধ হয়ে যাওয়ার আশংখা থাকে। কারণ অনলাইন থেকে লোকে কোন সেবা গ্রহন করার পূর্বে ভালো করে যাচাই- বাচাই করে কিনে থাকে। তাই একবার যদি কোন লোক আপনার কাছ থেকে প্রকৃত সার্ভিস না পায় তাহলে তার ব্যাড রিভিউ চিরদিনের জন্য ক্ষতির কারন হয়ে থাকবে। সঠিক টিউটোরিয়াল থেকে সঠিকভাবে আয় করতে পারবেন চিরস্থায়ীভাবে।

প্রোডাক্ট বা পণ্য বিক্রয় করে/ (Sells products)

আজকাল ফেসবুক মারকেটপ্লেস (Facebook Marketplace) থেকে পণ্য বা প্রোডাক্ট সেল করে আয় করতে পারেন। আপনি যেকোন এক বা একাধিক প্রোডাক্ট বিক্রয় করে আয় করতে পারেন। তবে এক্ষেত্রে সিজনাল প্রোডাক্ট সেল ধেকে খুব সল্প সময়ের মধ্যে হিউজ পরিমান টাকা উপার্জ করতে পারবেন। তাছারা নিজের কোন ওয়েবসাইট থেকেও ব্যবসায় করে আয় করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রোডাক্ট যদি মানসম্মত হযে থাকে অর্থাৎ আপনার বিক্রিত পণ্য থেকে ক্রেতা প্রকৃত পণ্য পেয়ে থাকে তাহলে সে ও তার আশপাশের লোকজন আপনার স্থায়ী ক্রেতা হয়ে যাবে। এতে আপনার কোন প্রকার প্রচার ব্যয় বহন করতে হবে না। আর যদি একবার ঠকিয়ে থাকেন তাহলে ব্যবসায় গুটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

কনসাল্ট বা পরামর্শ দিয়ে অনলাইন থেকে ইনকামঃ

আপনি যদি কোন নির্ধারিত বিষয়ের উপর ভালো ধারনা রাখেন। তাহলে সে বিষয়ের উপর একটি কনসালট্যান্সি প্রতিষ্ঠান রান বা পরিচালনা করে অনলাইন থেকে উপার্জন করবে পারবেন। নির্ধারিত ফি এর বিনিময়ে সেবা দিয়ে।

লোগো ডিজাইন করে ইনকাম (Income by designing the logo)

আপনি যদি ভালো লোগো ডিজাইনার (Logo Designer) হয়ে থাকেন। তাহলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে আয় করতে পারবেন। ফেসবুক সহ বিভিন্ন ফ্রিল্যাসিং সাইটে অ্যাকাউন্ট করে লোগো ডিজাইন এর গিগ বা কন্টেন্ট ক্রিয়েট ও সেগুলো পাবলিশ করে।

ওয়েবডেভোলপার হিসেবে (As a web developer):

কোন আইটি প্রতিষ্ঠান থেকে ওয়েবডেভোলপার শিখে ও বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে ওয়েবডেভোলপার শিখে লোকের কাজ করে ইনকাম করতে পারেন অনলাইন থেকে। আজকাল ইযাং জেনারেশন মুক্ত পেশার উপর বেশ গুরুত্ব দিয়ে অনলাইন থেকে কাজ করে প্রচুর পরিমাণ অর্থ আয় করতেছে।  প্রোফেশনাল ওয়েবডেভোলপার এর ব্যাপক চাহিদা রয়েছে। দিন দিন আরো চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তাই মুক্ত পেশার পাশাপাশি কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের স্থায়ী ওয়েবডেভোলপার হিসেবে কাজ করতে পারেন।

তাই বলি আপনি যদি আনলইভিত্তিক কোন সেবার মান বারাতে চান তাহলে আমাদের এ ওয়েবসাইটটি ফলো করতে পারেন আশা করা যায় শতভাগ ফল পাবেন। 

পরিশেষে বলা যায় যে, কিভাবে কিছু বিষয় থেকে সফল মনে হলেও  কিন্তু আমি দেখি অনেকটাই বিফল।(It may seem like a success in some ways, but I see a lot of failures.)

যদি আপনি প্রতিদিন আরো বেশি বেশি করতে পারেন তাহলে আপনার ক্রেডিট আরো বেরে যাবে। সরাসরি ব্যাংক এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তবে আমি ব্যক্তিভাবে এসকল ওয়েতে আয় করাকে সাপোর্ট করি। কেননা এ অর্জন আপনার জন্যে দীর্ঘ দিন সফলতা ধরে রাখতে পারবে। তাছারা, এসকল বিষয় নিযে কাজ করলে আপনার ব্যক্তিগত ক্যারিয়ার এর  উপর ক্ষতিকর প্রভাব  পরতে পারে না। তাই আপনি পারেন আমাদের অন্য সকল পোষ্ট থেকে আয়ের সন্ধান করতে।