আমরা জানি বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত সাইট হলো ফেইসবুক। তাই আপনি এখান থেকে অতি সহজে আয় করতে পারবেন। আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়ে থাকে অথবা লোকের অতি প্রয়োজনীয তাহলে আপনার আয়ের পথ খুবই কাছে।
তাই আপনি শুরু করতে পারেন আপনার আর্নিং ফেইসবুক এর মাধ্যমে। আপনি জেনে অবাক হবেন যে, খুব অল্প সংখ্যক লোক ফেইসবুক থেকে আয়ের প্রচেষ্টা চালাচ্ছে। কেনন তারা সাধারনত ইউটিউব থেকে আয়ের বেশি প্রচেষ্টা করে থাক।
এর প্রধান কারন এটা হতে পারে যে, ইউটিউব মনিটাইজেশন পলিছি ফেইসবুক এর তুলনায় অতি সহজ কিন্তু তারা এটি বুঝার চেষ্টা করে না যে, ফেইসবুক এর তুলনায় ইউটিউবের ভিজিটর সংখ্যা কম। আপনি যদি সঠিক ও ইউনিক কন্টেন্ট তৈরি করে থাকেন তাহলে ফেইসবুক থেকে আয় আপনার জন্যে।তাই আজ থেকেই আস্তে আস্তে আপনার কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করতে পারেন ও সাথে সাথে একটি ফেইসবুক পেইজ ক্রিয়েট করেনে। এটি আশা করা যায় যে, অতি অল্প সময়ের মধ্যে আপনি ফেইসবুক পেইজ থেকে ইনকাম করতে পারবেন।
ফেইসবুক পেইজ থেকে শুধু কি ভিডিও কন্টেন্ট এর মাধ্যমেই আয় করা যায? Income from Facebook Page without any problem- Available Worldwide
ভিডিও কন্টেন্ট হলো আয়ের একটি জনপ্রিয় মাধ্যম। কেননা আপনি যে কন্টেন্ট তৈরি করে ছেন সেটি আপলোড করে দিলেই সাধারনত আপনার ট্রাফিক আসতে থাকব। তাছারা আপনি যদি অন্য কোন সার্ভিস দিযে থাকেন তাহলে তার জন্যে আপনাকে একটু বেশি অ্যাকটিভ থেকে কাজ করতে হবে। তাছারা আর্থিক লেনদেনের ক্ষেত্রে অনেক ঝুকিও থাকতে পারে অথবা লোকে আপনাকে বিশ্বাস নাও করতে পারে যদিও আপনি অনেক সৎ ব্যক্তি।
তাই আমি আপনাকে সাজেষ্ট করব আপনি ইউনিক ভিডিও কন্টেন্ট দিয়ে আপনার ইনকাম প্রক্রিয়া শুরু করতে। বহু মাধ্যম থেকে আমি আপাতত অপনাকে বলব এভাবে আয় করতে।
তবে এটিই যে আপনাকে করতে হবে সেটি কিন্তু নয়। আপনি আপনার অন্য সেবা সরবরাহ করে ও আয় করতে পারেন। তাই আপনার আয়ের জন্যে সবচেয়ে চাহিদাসম্পন্ন আয়ের পথটি বেছে নিতে পারেন।
তাই আজকের আলোচনার মাধ্যমে ফেইসবুক বা ফেসবুক (Facebook) থেকে আয়ের বা টাকা ইনকামের প্রক্রিয়াসমুহ আলোচনা করব। তাই আপনি ফেসবুক পেজ থেকে আয়ে পথ বেছে নিযে আমাদে আলোচনা ফলো করে অনলাইনে টাকা আয় করা শুরু করতে পারেন আপনার নিজ কন্টেন্ট বা সেবা বিক্রয়ের দ্বারা।
আপনি আপনার সর্বোত্তম চেষ্টা চালিয়ে যান। কেনন হাজার হাজার বা লক্ষ্য লক্ষ্য লোক আয করছে ও প্রতিনিয়ত তারা প্রতিয়োগিতায় এগিয়ে থাকার প্রচেষ্টা চালাচ্ছে। তাই আপনার বিশ্বাস না হলে একটু ঘেটে দেখতে পারেন বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে বা আপনার পরিচিত জন থেকে।
কোন প্রকার সংশয় বা সন্ধেহ না রেখে লেগে পরুন। কিভাবে ফেসবুক পেজ থেকে অনলাইনে আয় করবেন এর পিছনে। কেননা বাস্তবেই বা সত্যিকার অর্থেই ফেইসবুক বা ফেসবুক (Facebook)তেকে আয় করা যায়।
বিস্তারিতভাবে জেনে নিন যে ফেইসবুক পেইজ থেকে আয় করতে হলে আপনার যে সকল উপাদানের দরকার পরবে। ফেইসবুক পেইজ থেকে আয় করার জন্যে আপনার তেমন কিছিুই লাগবেনা। আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে যা আপনার সাধারনত আছে। আর যদি না থাকে তাহলে একটি ফেইসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন। আপনার একটি ফেইসবুক অ্যাকাউন্টই যথেষ্ট। সে অ্যাকাউন্ট থেকেই একটি পেইজ তৈরি বা ক্রিয়েট করে নিবেন।
কিভাবে ফেসবুক (Facebook Page Create for making money Online)পইজ ক্রিয়েট করবেন?
পেইজ ক্রিয়েট করার হাজার হাজার টিউটিরিয়াল রযেছে যেখান থেকে আপনি বিস্তারিত ধারনা পেতে পারেন। তাই কোন প্রকার ঝামেলা ছারাই আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন আপনার পেইজ। আশাকরি সে সকল টিউটিরিয়ালগুলো আপনার জনে অনেক সহায়ক হবে।
তবে অনেকের প্রশ্ন আসতে পারে য়ে, আমি কি ফেসবুক অ্যাপ থেকে পারব? /Can I use the Facebook app?
আপনি ফেইসবুক অ্যাপ্লিকেশনটি বা ফেসবুক ওয়েবসাইট থেকেও পারবেন পারবেন কোন প্রকার কঠিনত্ব ব্যতিত। আপনি অ্যাপ থেতে হোক বা ওয়েবসাইট থেকে হোক ফেইসবুক এ লগইন করার পর পেইজ এ গিয়ে ক্রিয়েট করে নিবেন। তার পর টিউটিরিয়াল থেকে ভিডিও বাকি সেটিংসগুলো সাজিয়ে বা ঠিক করে নিবেন।
আপনার পেজ এ সেটিংসগুলো তেমন পরিবর্তন করার দরকার পরবেনা। তার পরও যতটুকু দরকার করে নিয়েন। আপনার পেইজের সেটিংস থেকে ফলো বা লাইক নেটিফিকেশন অটো রিপ্লে বার্তা বা অন্যান্য প্লাগিংসমূহ আপনার চাহিদা মোতাবেগ যুক্ত করে নিবেন। এভাবে আস্তে আস্তে করে টিউটিরিয়াল দেখে দেখে ঠিক করে নিয়েন।
এভাবে করে পরিপূর্নভাবে আপনার পেজ সেটিংস বা ক্রিয়েট হয়ে গেলেও কন্টেন্ট ছারা আপনি আয় করতে পারবেন না।
রিয়েল ও সবচেয়ে জনপ্রিয় মাইক্রো জব প্লাটফর্ম থেকে-picoworkers
ফেসবুক পেইজ থেকে আপনি যেসকল কন্টেন্ট এ দ্বারা টাকা আয় করবেন।/ All the content you will earn money from the Facebook page.
আপনি প্রফেশনালভাবে একটি পেইজ তৈরি করার পর সে পেইজের অনুকূলে আপনাকে কন্টেন্ট আপলোড করে নিতে হবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে। আমি কোন ধরনের কন্টেন্ট আপলোড করব? হ্যা, আমি এ সম্পর্কে আগেও বলেছি যে, আপনি আপনার সেবার ক্যটাগোরি অনুযায়ী কন্টেন্ট আপলোড করতে পারেন।
আপনি চাইলে লিখিত কন্টেন্ট বা পিকচার বা উভয়টি আপলোড বা পোষ্ট করতে পারেন। তেবে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট অ্যাকটিভ থেকে সেবা দিয়ে আয় করতে হব। কিন্তু আজকের এ আলোচনার মাধ্যম আমি ভিডিও কন্টেন্ট নিয়ে কিভাবে ফেইসবুক পেইজ থেকে আয় করা যায় সে বিষয় বলব।
অর্থাৎ আপনি এতক্ষণে বুঝতে পেরেছেন যে, আমার আজকের পোষ্ট থেকে ফেইসবুক পেইজ থেকে ইনকাম করতে হলে আপনার ভিডিও বা ভিডও কন্টেন্ট থাকতে হবে বা তৈরি করতে হব। আপনার ভিডিওগুলো পেইজে আপলোড করে দিবেন। আপলোড এর সময় বাকি সেটিংসগুলো ঠিক করে নিবেন।
আপনি আপনার প্রফেশনাল ফেইসবুক পেইজ নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করতে থাকবেন। অন্ততপক্ষে, প্রতি সপ্তাহে একটি করে না পারলে প্রতি পনের দিনে একটি করে আর তা ও সম্ভব না হলে মাসে একটি করে ভিডিও আপলোড দিবেন। তবে প্রথম পর্যায়ে একটু বেশি আপলোড দেয়ার চেষ্টা করবেন বা দিবেন। এতে আপনার পেইজ দ্রুত টাকা আয়ের জন্যে উপযুক্ত হবে।
আমি কি সত্যিই ফেইসবুক থেকে আয় করতে পারব?/ Can I Really Make Money From Facebook?
আপনি যদি ফেইসবুক ব্রাউজ করেন তাহলে দেখতে পারবেন লাক্ষ লাক্ষ লোক তাদের পেইজ থেকে ভিডিও আপলোড করে টাকা আয় করতেছে। আপনিও হতে পারেন তাদের মতন একজন। তাই দেরি না করে ক্রিয়েট করেন আপনার ইউনিক কন্টেন্ট আর আপলোড করেন আপনার ফেসবুক পেজ থেকে। কেননা এই পেইজটি ই হতে পারে আপনার ইনকাম এর এক বিশাল হাতিয়ার।
আপনি ইতিমধ্যে অনেকের ভিডিও দেখছেন আর আপনি এটিও দেখতে পেরেছেন যে অনেকের ভিডিওতে অ্যাড শো করেছে। তার মানে সে সকল পেইজের অ্যাডমিনরা ফেসবুক থেকে তাদের কন্টেন্ট এর মাধ্যমে আয় করতেছে।
তাই আপনিও তাদের মতন এখান থেকে ক্রিয়েটর হিসেবে কন্টেন্ট ক্রিয়েট করে তা থেকে আয় করতে পারেন। ফেইসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে আপনাকে যেসকল শর্ত পূরণ করতে হবে।
আপনার ভিডিও আপলোড করার পর ফেইসবুক ব্যবহারকরীরা আপনার ভিডিও দেখলে আপনার ভিউযার হতে থাকবে। তাই আপনি নিয়মিতভাবে আপলোড করতে থাকবেন। যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশি ভিউযার হবে। এভাবে করে এক মাসের মধ্যে আপনার পেইজের ত্রিশ হাজার ঘন্টা ও দশ হাজার ফলোয়ার হবে।
তখন আপনার পেইজ টাকা ইনকাম এর জন্যে উপযুক্ত হবে। আপনি এই ছোট শর্ত পূরণ সাপেক্ষে পেইজ থেকে আয় করতে পারবেন। যদি আপনি নিয়মিত আপলোড করতে থাকেন তাহলে এই শর্ত পূরণ করা আপনার জন্যে মামুলি ব্যাপার।
কেননা ফেইসবুক পেইজ থেকে আপনার ভিডিও অটো প্লে চালু থাকায় আপনার জন্যে অনেক সহায়ক হয়ে থাকে। তবে ফলোয়ার নিয়ে চিন্তার কোন কারন নেই কেননা আপনার কন্টেন্ট যদি ইউনিক হয়ে থাকে তাহলে লোকে এমনিতেই তার প্রয়োজনে আপনার পেইজটি ফলো করবে।
আর আপনি যখন নতুন ভিডিও আপলোড করতে থাকবেন সে ভিডিওগুলো তাদের কাছে অটো চলে যাবে আর তাতে করে আপনার ওযাচটাইম রাতারাতি পূর্ণ হয়ে যাবে। তাই আপনি ফেসবুক পাটনার প্রোগ্রামে যুক্ত হয়ে কাজ করতে থাকেন নিয়মিতভাবে। আশাকরা যায় আপনি ফেইসবুক থেকে শতভাগ সফলতারসহিত আয় করতে পারবেন। আপনার শর্ত পূরণ করার জন্যে আমি কিছু গোপন বা সহজ কৌশল শিখিয়ে দিব। যার মাধ্যম আপনি খুব তারা তারি আপনার শর্ত কম্পিলিট করতে পারবেন। তাই ধৈর্য সহকারে আস্তে আস্তে সব কিছু ফলো করতে থাকুন।
ফেসবুক বা ফেইসবুক থেকে টাকা ইনকাম করার জন্যে আপনাকে যেসকল শর্ত পূরন করতে হবে। (All the conditions you need to fulfill in order to earn money from Facebook.)
যে সকর সহজ শর্ত পূরণ সাপেক্ষে আপনি ফেইসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন তা নিচে আলোচনার মাধ্যম উপস্থাপন করা হলো। তাই ধৈর্য ও মনোযোগ সহকারে নিচের লেখাটি পরে নিন।
- আপনার ফেইসবুক অ্যাকাউন্ট এর অনুকূলে একটি ফেইসবুক পেইজ থাকতে হবে। যা আপনি এই আলোচনা থেকে পুরোপুরি বুঝতে পেরেছেন।
- আপনার পেইজে নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে হবে। নিয়মিত বলতে প্রতিদিনই যে আপনাকে আপলোড দিতে হবে তা নয়। নির্ধারিত সময় পরপর আপনি আপলোড করলেই হবে। তবে প্রথম দিকে আপনাকে একটু বেশি করে ভিডিও আপলোড করতে হব। এতে আপনার ফেইসবুক পেইজের মনিটাইজেশন (Facebook Page Monetization) দ্রুত চালু হওয়ার সম্ভাবনা থাকে।
- আপনার ভিডিওর লেন্থ কমপক্ষে তিন মিনিট হতে হবে। তবে বড় সাইজের হলে আরো ভালো হয়। তবে যে কোন অবস্থাতেই তিন মিনিটের চেয়ে ছোট লেন্থের ভিডিও আপলোড করা থেকে বিরত থাকতে হবে।
- আপনার পেইজর সকল ভিডিওর মোট ওযাচটাইম ত্রিশ হাজার ঘন্টা হতে যদি আপনি পেইজ থেকে টাকা ইনকাম করতে চান। আর যেহেতু আপনার মূর টার্গেট টাকা ইনকাম করার তাই সেদিক বিবেচনা করে আপনাকে কাজ করতে হবে অর্থাৎ আপনাকে আগের তুলনায় একটু বেশি অনলাইনে অ্যাকটিভ থাকতে হবে।
- আপনার ফেইসবুক বা ফেসবুক পেইজে কমপক্ষে দশ হাজার ফলোর থাকতে হব। আপনি যদি ত্রিশ হাজার ঘন্টা ওযাচটাইম পেয়ে থাকেন তবুও অপর্যাপ্ত ফলোয়ারের কারনে আপনার ফেইসবুক পেইজের মনিটাইজেশন (Facebook Page Monetization করতে পারবেন না। তবে আশার কথা হলো আপনি যদি ওযাচটাইম টার্গেট পূর্ণ করতে পারেন তাহরে ফলোযার কোন ব্যাপার না। আপনি আগে কিন্তু ফলোয়ার বিবেচনা করবেন না। কানর কোন লোক আপনার ভিডিও দেখে যদি সে তার প্রয়োজন মনে না করে তাহলে সে কখনো আপনার পেইজটিকে ফলো করবে না।
- এসকল কন্ডিশনসমূহ আপনাকে অবশ্যই দুই মাসের ভিতরে পূরণ করতে হবে। এবার আপনি ভাবছেন যদি আমি প্রথম দুই মাসের ভিতরে পূরণ করতে না পারি তাহলে আমার সকল প্রচেষ্টা অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে। এমন নেতিবাচক ভাবনা থেকে বেরিয়ে আসুন। কেননা আপনি যদি কোন এক সময় অর্থাৎ ৬০ দিনের মধ্যে এসকল কন্ডিশনসমূহকম্পিলিট করতে পারেন তাহলেই হবে। তবে প্রথম দুই মাসের মধ্য পারলে আপনার সময় ও শ্রম কম হবে। অন্যথায় আপনার সময় ও শ্রম বেশি ব্যয় হব। আপনি আয় করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছারাই। তবে অনেকেই এই কন্ডিশনসমূহ অতি অল্প সময়ের ব্যবধানে কম্পিলিট করতে পারে। অন্যে পারলে আপনি কেন পারবেন না। প্রথম দিকে আপনার একটু কষ্ট হলেও আস্তে আস্তে আপনার অভিজ্ঞতা বারবে আর আপনি খুব তারাতারি সকল কন্ডিশন পূরণ করতে সক্ষম হবেন।
ফেইসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্বব?/ How much money is possible to earn per month from Facebook?
আপনি ফেইসবুক থেকে প্রতি মাসে গড়ে ইউটিউবে এ থেকে বেশি আয় করতে পারবেন। আপনি যদি গুগলে সার্চ করেন “ফেসবুক থেকে বাংলাদেশ থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করা যায়।” তাহলে দেখতে পাবেন বিস্তারিত। ফেইসবুক আপনার আয় করার জন্যে আপনার ধৈর্য থাকা প্রয়োজন আর কতমন কিছুর দরকার পরে না। তাই আপনি যদি ফেইসবুক থেকে আয় করাকে প্রফেশনালভাবে না দেখেন তাহলে একবার ট্রাই করে দেকতে পারেন। তবে আপনি প্রফেশনালভাবে নিলে প্রচুর টাকা আয় করতে পারবেন।
তবে এর জন্যে আপনার ব্যাপক দক্ষতা থাকার প্রয়োজন পরে না। তাছারাও আপনার ফেইসবুক পেইজ বা গ্রুপ থেকে বহু উপায়ে টাকা ইনকাম করতে পারবেন যা আমি বিস্তারিতভাবে দেখিয়ে দেওযার চেষ্টা করব। আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে একটু পরে নিয়েন আশাকরি অনেক উপকার হবে বা কাজে আসব।
আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ওয়েবসাইট ফেসবুকের কারনে তাদের বা তার ওয়েবসাইট এর প্রচার কাজ চালিযেছে। কিন্তু আবার এই ফেইসবুক এর কারনে তাদের ব্যবসায় অনেকটা সংকির্ন হয়ে গেছে। আর ফেইসবুক নিজেই সে জায়গাটা দখল করে ফেলছে।
এ রকম নানাবিধ কারনের পরিপ্রেক্ষিতে আপনি ফেইসবুক কে আপনার আয়ে হাতিযার ভেবে নিয়ে অনলাইন থেকে ফেসবুক পেইজ বা গ্রুপের মাধ্যমে ইনকাম করতে পারেন।অমি আগে বলে ছিলাম কিছু কৌশলের কথা যেগুলো ফলো করে আপনি দ্রুত ফেইসবুক থেকে আয় করতে পারবেন।
পেইজ বা গ্রুপ ক্রিয়েট করা অনেক আগে ফেইসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ও নিয়মিত ব্রাউজ করবেন যেমন অনেক ফ্রেন্ড করে নিবেন। এর জন্যে আপনি অনেক ফ্রেন্ড রিকোযেষ্ট করবেন ও অন্যের রিকোযেষ্ট গ্রহন করবেন। যার পুরাতন অ্যাকটিভ অ্যাকাউন্ট আছে তার সুবিধা একটু বেশি থাকব। তবে পুরাতন অ্যাকাউন্ট না থাকলে নতুন করে করে নিবেন।
ফেসবুকে আপনার রিয়েল ছবি দিলে তা আরো সহায়ক হতে পারে। আর অন্যের ছবি বা পোষ্ট এ লাইক কমেন্ট ইত্যাদি করে অ্যাকটিভ থাকবেন। তবে সর্বদা পজেটিভ থিংকিং নিয়ে কাজ করবেন। আপনার যখন অনেক ফ্রেন্ড ও ফলোয়ার হয়ে যাবে পাশাপাশি আপনার পেইজ বা গ্রুপের অনেক কন্টেন্ট রেডি করে রোখবেন। তারপর আপনি একটি মাত্র পেইজ ক্রিয়েট করে তাতে ভিডিও আপলোড করে আপনার বন্ধুদের মাঝে ও বিভিন্ন ভাবে শেয়ার করে দিবেন।
আপনার পেইজ রিলেটেড অনেক পেইজে গিয়ে মানুষে অনেক প্রশ্ন দেখতে পাবেন। আপনি সে সকল প্রশ্নে জবাব খুজে পাওয়ার জন্যে আপনার পেইজ ভিজিট করতে বলবেন ও পেইজ লিংক মন্তব্যে শেয়ার করে দিবেন। তাতে সে ও সে পেইজ বা গ্রুপ থেকে হাজার হাজার ভিজিটর মৌমাছির মতন আপনার পেইজে চলে আসবে মুহুতের মধ্যে। এরকম কাজ করার ক্ষেত্রে নিয়মিতভাবে অ্যাকটিভ আছে এরকম বড় বড় পেইজ ও গ্রুপে কাজ করবেন।
তবে আপনার কন্টেন্ট যদি মানসম্মত হয় তাহলে তারাই আপনার পেইজের ভিডিও ভিউ করবে ও সাথে সাথে আপনার পেইজ ফলো করে রখিবে। এভাবে মাস খানিক সময় করলেই আপনার টার্গেট পূর্ণ হওযার চান্স থাকবে। না হলে আরো এক মাস আপনার হাতে আছে। একেইভাবে কাজ করতে থাকবেন।
আপনি নিয়মিতভাবে ভিডিও আপলোড করবেন। অমি বলব পারলে প্রতি বৃহস্পতিবার রাত সাতটা থেকে আটটার মধ্যে আপলোড করবেন। এতে আপনার ভিডিওর ভিউযার বারার সম্ভাবনা বেশি থাকে। প্রতিটি কন্টেন্ট এরুপ একটি নির্ধারিত সময়ে ও নির্ধারিত দিনে আপলোড করবেন। তবে প্রথম দুই মাস আপনি পারলে প্রতিদিন ও এক বা একাধিক ভিডিও আপলোড করবেন।
তাই আমি বলব পেইজ ক্রিয়েট করার আগে অনেক কন্টেন্ট তৈরি করে নিবেন। অশাকরি আপনার পেইজ থেকে খুব তারাতারি সফলতা লাভ করবেন। পাশাপাশি আপনি যেটি করতে পারেন তা হলো থার্ড পারটি অনেক সহয়তা করার ওয়েবসাইট রযেছে আপনি তাদের সহায়তা নিতে পারেন। এখান থেকে আপনি ৯৯ ভাগ কার্যকর ফল পাবেন। আর যদি সেটি না বুঝেন তাহলে এ ওয়েবসাইট অনেক পোষ্ট থেকে সহায়তা নিতে পারেন।
তার পরও যদি বুঝতে প্রবেলেম হয় তাহলে কন্টাক্ট ফর্ম থেকে আমাদের সহায়তা নিতে পারেন কোন প্রকার দ্বিধা ছারাই। আমরা চেষ্টা করব আপার মেইলের আন্তরিক জবাব দিতে চব্বিশ ঘন্টার একটি টাইম ফ্রেমের মধ্যে তবে কোন কারনে দেরি হলেও 100 ভাগ পরামর্শ পাবেন।
সর্বশেষে বলা যায় যে, আপনি যদি ইনকাম করার জন্যে কঠোরভাবে কিছু কৌশল অবলম্বন করে নিয়মিত কাজ করে থাকেন তাহলে ফেসবুক বা ফেইসবুক পেইজ বিজনেস মুড থেকে অবশ্যই ইনকাম করতে পরবেন। আজকের আর্টিকেল সম্পর্কিত বা রিলেটেড কোন মতমত বা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে ফেইসবুক বিজনেস পেইজ থেকে কিভাবে ইনকাম করতে পারবেন সে সম্পর্কে ধারনা দেওয়ার সামান্য প্রযাস মাত্র। যদি আমার আর্টিকেল আপনার কাজে আসে তাহলেই আমার সার্থকতা। তাই আশা করি যথাসম্ভব বাস্তবে কাজে প্রয়োগ করার প্রচেষ্টা করবেন।
আজ এ পর্যন্তই ভালে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের সাথেই থাকবেন।
12 Comments
Thanks for your help. Infuture I need help.thanks
উত্তরমুছুনthanks for helping
উত্তরমুছুনThanks for receiving our service for monetizing your YouTube channel.
মুছুনI am earning for your help. Thanks
উত্তরমুছুনWelcome. If you Need any help further, you can contact again.
মুছুনI need 350 subscriber. Please Contact..
উত্তরমুছুনKindly Contact with us from our support page.
উত্তরমুছুনAmar700+ Subscriber darkar
উত্তরমুছুনContact from support page
মুছুনvi onak valo lagls
উত্তরমুছুনI have earn to 450.thanks
উত্তরমুছুনVery helpful information
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!