যদি আপনার পুঁজি না থাকে তাহলে আপনি ব্যবসায় করবেন এটা ভাবা ঠিক নয়। কিন্তু আমি বলব এটাই বাস্তবতা কারন নেট দুনিযায় কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় তা ভাবা অনেক জটিল বিষয়।
আপনি কি জানেন পৃথীবি সবচেয়ে বেশি বিক্রিত ও মূল্যবান বিষয় কি?
এবার আমি বলি তা হলো নলেজ বা জ্ঞান। আপনার কাছে হয়তোবা এই নলেজের মূল্য কিছুই না।
কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন, পৃথীবির বড় বড় কোম্পানি তাদের বাৎসরিক রিসার্চ ব্যয় হাজার হাজার কোটি টাকা।
তাই বলি আপনিও যদি সাধারনভাবে চিন্তা করেন যে, আমি কি পুজি ছারা আসলেই ব্যবসায় করতে পারব কি পারবনা?
আশাকরি এ সংসয় থেকে আপনি বেরিয়ে আসতে পেরেছেন।
এবার জেনে নিন। কি কি করলে আপনি হতে পারেন বৃহৎ ব্যবসায়ের মালিক। লাভজনক ভাবে ব্যবসায় দ্রুত সফল হতে হলে আপনাকে প্রথমে মানুষে চাহিদা বিবেচনা করতে হবে। এ জন্যে অমি আপনাকে বলব মৌসুম ভিত্তিক পণ্য বিক্রয় করতে। তবে আপনি যেকোন প্রেডাক্ট বিক্রয় করতে পারেন। মৌসুম ভিত্তিক প্রডাক্ট যেমন গরমের সময় ফ্যান, শীতের সময় শীত বস্ত্র যেমন বিভিন্ন ধরনের কম্বল, হিটার ইত্যাদি বিক্রয় করে খুব দ্রুত লাভবান হযোয়া সম্ভব।
প্রথমে আমাকে কি করতে হবে যেহেতু আমি বিনিয়োগ ছারা ব্যবসায় করতে চাই?
যেহেতু সামনে শীতের মৌসুম তাই আমি বলব আপনি শীত বস্ত্র নিয়ে শুরু করতে।
গোপন কৌশল সহকারে ইউটিউব থেকে আয়ের পরিপূর্ন গাইডলান।
Complete a small work and receive more money from online 2022.
প্রথমে আপনাকে যা করতে হবে তা হলো- কোন এক বা একাধিক শীত বস্ত্র উৎপাদন কারী বা বিক্রয়কোরী প্রতিনিধিদের সাথে এ বিষয় কথা বলতে হবে। বলতে হবে যে আমি আপনার কাছ থেকে পণ্য নিয়ে বিক্রি করব ইত্যাদি ইত্যাদি। এভাবে আপনি পাইকারি দাম জেনে নিয়ে তাদের থেকে এভাবে পণ্য নিয়ে ডেলিভারি দিবেন।
কিভাবে আমি প্রডাক্ট বিক্রয় করব?/ How do I sell a product?
যদি আপনি সম্পুর্ন ফ্রিতে করতে চান তাহলে ফেসবুক মারকেটপ্লেস, বিভিন্ন সামাজিক সাইটের মাধ্যমে করতে পারেন। এছারা ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে সে ওয়েবসাইটের মাধ্যমে ও করতে পারেন। তবে এতে আপনার সেল ভলিউম বা বিক্রয় পরিমাণ কম হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি আপনি ফেসবুক মারকেট প্লেস থেকে অ্যাড রান করেন তাহলে আপনার বিক্রয় এত বেশি হবে যা আপনার কল্পনাকেও ছারিয়ে যাবে।
যেমন আপনি এক দিনে 2000 থেকে 3000 টাকার অ্যাড দিলে এতে আপনার 5000 থেকে 7000 টাকা বা কিছু কম-বেশি হতে পারে। তবে লাভ নির্ভর করবে আপনি কি পরিমান পণ্য সেল করলেন তার উপর। তাই আমি বলব তুলনামূলকভাবে লাভ একটু কম করলে ও ভালে মানের পণ্য বিক্রি করলে।
তবে ভালে মানের পণ্য বিক্রি করলে আর একটা বেনিফিট সেটা হলো অ্যাড ব্যয় ছারাও আপনি অনেক পণ্য বিক্রয় করতে পারবেন। কেননা যদি আপনার পণ্যটি ভাল মানের হয় আর যদি কোন লোক একবার ক্রয় করে তাহলে তার মাধ্যমে আপনার সেল অনেক অনেক বেরে যাবে।
তাছারা একটি ওয়েবসাইট বানিয়ে নিয়ে ব্যবসায় করলে ভালো হয়। ওয়েবসাইট বানাতে হয়তো আপনার কিছু টাকা ব্যয় করতে হবে। তবুও আমি বলব একটি ওয়েবসাইট বানিয়ে নিতে। যদি দরকার পরে তাহলে আমাদের সাপোর্ট পেইজ থেকে সাপোর্ট নিতে পারেন। আমাদের ওয়েবসাইটের সর্ব উপরে আমাদের সাপোর্ট পেইজ।
ওয়েবসাইট বানিয়ে আমি কিভাবে ব্যবসায় চালাব?How do I run a business with a website?
আপনার একটি ওয়েবসাইট মানে আপনার নিজের একটি দোকান বা শপ। কিন্তু বাজারে একটি দোকান থাকলে য়েমন আপনার দোকানে পণ্য থাকতে হয় আর আমি যেভাবে বললাম সেটাতো বুঝতেই পারছেন।
আরো জানুন
বাংলায় লেখা-লিখি করে সহজেই ইনকাম।
ওয়েবসাইট সেখানে আপনার পণ্য ও লেদেনের যাবতীয় তথ্য সংরক্ষণ করার পর আপনাকে যা করতে হবে তা হলো অ্যাডমব থেকে অ্যাড পরিচালনা করতে হবে।
এছারাও আপনার শপের একটি অ্যাপস ও বানিয়ে নিতে পারেন এত আপনার স্থায়ী ক্রেতাদের পণ্য কিনতে অনেক সুবিধে হবে।
আশাকরি সামনে শীত আসতেছে তাই আপনারা শীত বস্ত্র নিয়ে ব্যবসায় শুরু করে আমাদের জানাবেন।
অনলাইনে বাংলায় লেখা-লিখি করে সহজেই ইনকাম করুন পৃথীবির যেকোন প্রন্তে বসে।
1 Comments
Great
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!