গোপন কৌশল সহকারে ইউটিউব (YouTube with secret tactics) থেকে আয়ের পরিপূর্ন গাইডলান। যদি সব কিছু ঠিক-ঠাক মতন করতে পারেন তাহলে ইউটিউব থেকে অতি সহজে অনলাইন থেকে ইনকাম ( Make money online From YouTube) করতে পারবেন। তাই জেনে নিন কিভাবে অনলাইন থেকে ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করবেন বিস্তারিতভাবে ও কার্যকর ওয়েতে। তাই আজকের পুরো পোস্টটি হলো কিভাবে অনলাইন থেকে ইউটিউবের মাধ্যমে টাকা ইনকাম করবেন সেই রিলেটেড।
অনলইনভিত্তিক আয়ের সবচেয়ে জনপ্রিয মাধ্যম (The most popular source of online income) হলো ইউটিউবিং করা। পৃথীবির সবচেয়ে জনপ্রিয ভিডিও শেয়ারিং সাইট । আপনি অতি সহজে এখান থেকে আয় করতে পারবেন। আজকের আলোচনা যদি আপনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন তবে আমি বলব আপনি অনলাইন থেকে আয় করার চিন্তা মাথা থেকে পরিপূর্ণভাবে নামিয়ে দিন।
কেনন আজকের আলোচনা থেকে আপনি এ ভিডিও শেয়ারিং সাইটটি থেকে আয়ের ফুল ওয়ে পাবেন। তাই মনোয়োগ দিয়ে পড়েনিবেন অথবা বারবার পরবেন। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তাই যারা একদম নতুন বা মোটামুটি জানেন ও যারা এক্সপার্ট লেভেলের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গলদ লেগে যায আশাকরি তা পুরোপুরি দূর করতে পরেবেন।
প্রথমে সহজ সরল ও সুন্দর একটি নাম নির্বাচন করবেন। এমন নাম নির্বাচন করবেন যেন তা লোকে অতি সহজে মনে রাখতে পারে এবং নামটি আপনার চ্যানেলের ভিডিওর কোয়ালিটির উপর নির্ভর করে রাখবেন। তাহলে আপনার চ্যানেলে ভিজিটরের সংখ্যা অনেক বেরে যাবে ও প্রতিদিন নতুন নতুন ট্রাফিক পেতে থাকবেন। খেয়াল রাখবেন নামটি যেন ইউনিক নাম হয়। ধরেনিন আপনার চ্যানেলের নাম বিএম আইডিয়া [BM IDEa] এখন বিএম আইডিয়া লিখে ইউটিউবে সার্চ করবেন দেখবেন যদি এই নামে কোন চ্যানেল থাকে তাহলে অন্য নাম বাছাই করে নিবেন।
এবং এটাও দেখবেন যেন আপনার চ্যনেলের নামটি প্রথমে অর্থাৎ একদম সব কিছুর উপরে থাকে কিনা। এর পরও আপনি আপনার চ্যনেলের এসইওর কাজ করে নিবেন তাহলে আরো দ্রুত আপনার চ্যানেলের র্যাংকিং রেট বেরে যাবে। নাম বাছাই করা শেষ হলে পরবর্তী ধাপ ফলো করূন। ধৈর্য় ধরে সবকয়টি ধাপ অনুসরন করবেন। আর যদি আপনার অনেক তারা থাকে তাহলে এ পোষ্টটি আপনার জন্যে নয়। ফাঁকে ছোট একটি কথা শেয়ার করে নেই, আমাকে এক লোক বলল ভাই আমাকে একটি ইউটিউব চ্যানেল খুলে দেন। আমি তাকে বললাম ভাই দু’চার দিন পরে দেই।
কিন্তুু সে আমার কথা না শুনে পরেরদিন নিজেই খুলে নিযেছে নিজের ইউটিউব চ্যানেল। আমাকে দেখিয়ে বলে যে এক মিনিটের ব্যাপার ভাই তখন দিলে কি হতো? আমি তাকে আর কিছু না বলে তার চ্যানেলে গিয়ে দেখি সব ফাঁকা। মাত্র কালেক্ট করা একটি ভিডিও আপলোড করেছে তা ও আবার কপিরাইট স্টাইক্ট খেয়েছে। এত সহজ না । তবে নিয়ম মেনে কাজ করলে তেমন জটিল ও না। যেকেন ব্রাউজরে গিয়ে একটি জিমেইল খুলে ও লগইন করে নিবেন। আমি ক্রোম ব্রাউজ দিয়ে করার সুপারিশ রাখলাম। এরপর ইউটিউব ডট কম লিখে সার্চ দিবেন।
দেখবেন আপনার নামে বা যে নাম দিয়ে জিমেইল খুলেছেন সে নামটি দেওয়া আছে কেননা এটি গুগলের একটি সেবা তাই। আপনি চাইলে সে নামেও আপনার চ্যানেল খুলতে পারেন। তাছারা আপনার বাছাইকৃত নাম জিমেইলে ব্যবহার করলে। আমি বলব আপনার সঠিক নাম দিয়ে জিমেইর অ্যাকাউন্ট খুলবেন আর চ্যনেলে আপনার বাছাইকৃত নামটি দিবেন। চ্যানেল ক্রিযেট করার জন্যে ইউটিউব পেইজ এর উপরে সর্বডানে আপনার নামের আদ্যাক্ষর দেখতে পাবেন। সেখানে টাচ করলে একটি পপআপ সাইডবার ওপেন হলে সেখান থেকে Studio অপশন ক্লিক করে কন্টিনিউ এ ক্লিক করে।
আপনার চ্যনেলের ভেরিফাই শেষ হলে আপনাকে যা যা করতে হবে সেগুলো নিচে দেওয়া হলো-
এবার আপনার কাজ হলো চ্যনেলের বাকি সেটিংস গুলো আস্তে আতে সাজিয়ে নিবেন যা আমি সব বিস্তারিত আলোচনা মাধ্যমে দেখিয়ে দিব। আপনার চ্যনেলের জন্যে সুন্দর একটি ডেসক্রিপশন লিখে নিয়ে তা নিচের বক্সে সাবমিট করে সেভ করে নিবেন। আমি আপনাদের বুজার সুবিধার্থে একটি ডেসক্রিপশন লিখে দিলাম। কিন্তু আপনি যদি সেটি প্রয়োগ করেন তাহলে আপনার ক্ষতি হবে । আপনার চ্যনেল সম্পর্কিত একটি ডেসক্রিপশন লিখে নিবেন।
তবে কোন ভাবেই কারো লেখা এ ডেসক্রিপশনটি দিবেন না। দিলে আপনার চ্যনেল হারাবেন। আমি শুধু আপনাদের বুঝার জন্যে নমুনা ডেসক্রিপশন হিসেবে দিলাম। আবারও বলি কপি-পেষ্ট থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি যে কোন ভাষায় এটি লিখতে পারবেন। এবার আপনার কাজ হলো চ্যনেলের বাকি সেটিংস গুলো আস্তে আস্তে সাঁজিয়ে নিবেন। যা আমি সব বিস্তারিত আলোচনা মাধ্যমে দেখিয়ে দিব। আপনার চ্যনেলের জন্যে সুন্দর একটি ডেসক্রিপশন লিখে নিয়ে তা নিচের বেক্সে সাবমিট করে সেভ করে নিবেন। আমি আপনাদের বুজার সুবিধার্থে একটি ডেসক্রিপশন লিখে দিলাম । এভাবে করে আপনি আপনার চ্যনেল সম্পর্কিত একটি ডেসক্রিপশন লিখে নিবেন। তবে কোন ভাবেই আমার লেখা এ ডেসক্রিপশনটি দিবেন না। দিলে আপনার চ্যনেল হারাবেন। আমি শুধু আপনাদের বুঝার জন্যে নমুনা ডেসক্রিপশন হিসেবে দিলাম। আবারও বলি কপি-পেষ্ট থেকে নিজেকে বিরত রাখবেন। আপনি যে কোন ভাষায় এটি লিখতে পারবেন।
বাকি থাকা অন্য সকল সেটিংস এর তেমন কোন পরিবর্তন করার প্রয়োজন নেই। যদিও করেন তা বুঝে-শুনে করবেন। এখন হলো আপনার চ্যানেলের ভিডিও আপলোডের সময়। কেননা ভিডিও গুলোই হলো আপনার চ্যনেলের সম্পদ। যা থেকে আপনার আয় হবে তবে কেউ যদি আপনার ভিডিও দেখে তাতে আপনার কোন আয় হবে না। যদি না তাতে অ্যাড শো না করে অর্থাৎ আয় হতে হলে অ্যাড শো করাতে হবে। আর কিভাবে অ্যাড শো করাবেন তার পরিপূর্ণ ওয়ে আমি আপনাদেরকে দেখাবো। আপলোড করাার পূর্বে প্রতিটি ভিডিওর সেটিংস ঠিক করে নিবেন। ভিডিওর প্রোপারটিস এ গিয়ে আস্তে আস্তে টাইটেল, ট্যাগ, বর্ণনা ও অন্যান্য সকল বিষয়সমূহ ঠিক করে নিবেন।
এতেকরে আপনার ভিডিওর গ্রহনযোগ্যতা বহুগুণ বেরে যাবে। তারপর ডান পাশের উপরে থাকা আপনার লোগোতে ক্লিক করে চ্যানেল গিয়ে তারপর আপলোড করবেন। আর সাথে সাথে আগের ন্যায় অন্য সকল সেটিংস ঠিক করে নিবেন অর্থাৎ ট্যাগ ও বর্ণনা লিখে নিবেন। আর আপনার ভিডিওর লাইসেন্স ইষ্টানডার্ড লাইসেন্স এ রাখবেন। আর তেমন কোন পরিবর্তন করার দরকার নেই। আপনার ভিডিওর থাম্বনাইল দিবেন। থাম্বনাইল হিসেবে আপনার ভিডিও রিলেটেড একটি পিকচার ও তার উপর সংক্ষিপ্ত ও গুরুত্বপূর্ন কিছু লিখে দিবেন।
তবে অবাঞ্চিত বা অপ্রাসঙ্গিক কিছু না দেয়া ভালো। তবে আপনি চাইলে আলাদা থাম্বনাইল না দিয়ে ডিসপ্লেতে প্রদর্শন করা যেকোন একটি দিলেও হব। ভিডিও আপলোড শেষ হলে তা পাবলিশ করে দিবেন। মনে রাখবেন, আপনার প্রকাশিত ভিডিওর লেন্থ 15 মিনিট বা তার বেশি হলে ভালো হয়। এ ধরনের ভিডিওগুলো হলো অ্যাড ফ্রেন্ডলি ভিডিও তাতে আপনার ভিডিওতে বারবার অ্যাড শো করবে আর আপনার আয় অনেক গুণ বেরে যাবে।
আমি কিভাবে আমার ভিডিওতে অ্যাড শো করাবো?/ How do I add ads to my videos?
যেহেতু ইউটিউব আপনার ভিডিওর ভিউ হিসেবে কোন আয় আপনাকে দিবেনা। তাই আপনাকে অবশ্যই অ্যাড শো করাতে হবে। তবে একটি কথা হলো যে, যদি আপনার ভিডিওতে অ্যাড শোও করে তবুও আপনার ইনকাম হবেনা। যদিনা আপনার চ্যানেল মসিটাইজেশন বা নগদীকরন চালু না হয়ে থাকে। আপনি যদি আমার প্রকাশিত আরটিকেলটি পুরোপুরি ফলো করেন তাহলে দু’তিন দিনের ভিতরেই আপনার চ্যানেলে অ্যাড শো করবে। কিন্তু কোন আয় আপনার সাথে শেয়ার করবে না। বরংচ আপনার চ্যনেলের পুরো আয় বা 100% আয় কোম্পানি নিয়ে যাবে, যে আয় থেকে আপনার সাথে 68% শেয়ার করার কথা ছিলো। যদি আপনি এক সপ্তাহ বা কাছাকাছি কম বা বেশি সময়ের মধ্যে ইনকাম চ্যানেলে পরিনত করতে চান বা মনিটাইজেশ চালু করতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সহায়তা নিতে পারেন আমাদের সাপোর্ট পেইজ বা কন্ট্রাক্ট ফরম থেকে মেইল করে বা সাপোর্ট পেইজে আমাদের নাম্বার থেকে।
অশাকরি 100% কার্যকরভাবে আয় করতে পারবেন। অ্যাড শো করানোর জন্যে বা আয় করার জন্যে অপনি একটি অ্যডসেন্স অ্যাকাউন্ট করে নিবেন যা একদম সহজ আর না পারলে কিভাবে অ্যডসেন্স অ্যাকাউন্ট করবেন সে সম্পরকিত আমাদের একটি আরটিকেল প্রকাশিত আছে দেখে নিবেন। তবে অ্যডসেন্স থেকে সরাসরি আপনার চ্যানেল অ্যাড করাতে পারবেন না। এর জন্যে আপনাকে যা যা করতে হবে তাহল প্রথমে আপনার চ্যনেলে যাবেন সেখান থেকে সেটিংস অপশনে যাবেন এপর আপনার চ্যনেলের ফিচার অপসনে গিয়ে আবার চ্যানেল সিলেক্ট করবেন এরপর উন্নত সেটিংস এ গিয়ে আরো জানুন লেখাতে ক্লিক করলে আপনাকে একটি গুগল অ্যাড এ নিয়ে সেখানে বা সে সাইটে আপনার চ্যনেল লিংক অ্যাড করাতে হবে।
কিভাবে আমি আমার চ্যানেল অ্যাডস অ্যাকাউন্ট এ সাথে লিংক করব?/ How do I link to my channel ads account?
অপেক্ষা করুন। এই অংশের কাজ চলমান।
গুগল অ্যাডস(Google Ads) অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনার ইউটিউব ভিডিওকে অ্যাড হিসেবে প্রোমোট করে দিনের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব ও ভিউ।(Millions of subscriptions and views per day by promoting your YouTube video as an ads through Google Ads account.)
মাত্র চারটি অপশন কে ফলো করে এক দিনের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব ও ভিউ। আপনার নিজের চ্যানেলের ভিডিওকে অ্যাড হিসেরে রান করে এক দিনের মধ্যে লক্ষ লক্ষ সাবস্ক্রাইব ও ভিউ। তাই প্রোমোট করুন আপনার ইউটিউব ভিডিও গুগল অ্যাডস অ্যাকাউন্ট এর সাহায্যে। তবে আপনি কেবল আপনার ইউটিউব ভিডিওকে ইউটিউব প্লাটফর্ম এর লক্ষ লক্ষ ক্রিযেটর ও বিজনেস ওউনারসদের কাছেই পৌছে যাবে। যখন তারা অন্যের ভিডিও রান করবে। তাই এটি হলো আপনার চ্যানেলনকে প্রোমোট করার সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম। আজকাল লক্ষ লক্ষ ক্রিযেটররা তাদের প্রোডাক্টকে অতি সল্প সমযের মধ্যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এর সাহায্যে সঠিকভাবে টার্গেট পূর্ণ করে মনিটাইজ করে। ইউটিউব চ্যানেল থেকে ইনকাম শুরু করতেছে ও তাদের ভিডিওতে আবার অন্যের অ্যাড দেখিয়ে একেই সাথে ইনকাম করতেছে। এটি এমন একটি কৌশল যা ফলো করে আপনি কম খরচ করে বেশি আয় করতে পারবেন। এতে কোন লোক আপনার ভিডিও না দেখতে চাইলেও আপনার আয় হবে এই বিশেষ কৌশল অবলম্ভনে। তবে একটি বিশেষ সুবিধে হলো যদি কোন লোক আপনার ভিডিও দেখে তাহলে কেবল তাই কাউন্ট হবে অন্যথায় আপনার টাকা কাটা হবে না। তবে আপনার অ্যাডস বিল অটো বা ম্যনুয়ালি পে করতে পারবেন।
যে চারটি বিষয় আপনি দেখতে পাবেন তা হলো:
- আপনার ভিডিওর অ্যাড কিভাবে শো করবে তা সেটিংস করে নিতে হবে।
- দ্বিতীয়ত আপনার ভিডওর ভিজিটর কোন লোকেশনের হবে তা সিলেক্ট করতে হবে।
- কোন বয়সের বা কোন ক্যাটাগরির ভিজিটররা আপনার অ্যাড হিসেবে রান করা ভিডিও দেখতে পারবে।
- ফাইনালি আপনার বাজেট সিলক্টে করে দিবেন। অর্থাৎ আপনি কত টাকা ব্যয় করতে চান। কিভাবে ইউটিউব থেকে টাকা আয় করা যায়? (Bangla Article)
তো এটি হলো আপনার চ্যানেল এর প্রকৃত ভিজিটর কালেক্ট করার সবচেয়ে সহজ ও কার্যকর মাধ্যম। ধরেন আপনি কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকেন আপনার চ্যানেলে। যখন কোন লোক মেইক মানি রিলেটেড কোন জনপ্রিয় ও বিশ্বস্ত চ্যানেলের ভিডিও প্লে করবে তখন অ্যাড হিসেবে তার ভিডিওর আগে আপনার ভিডিও চালু হয়ে যাবে আর সে দেখতে থাকবে। যদি আপনার চ্যানেলের ভিডিও ভালো মানের ও কার্যকর হয় তাহলে সে আপনার চ্যানেলের অন্য সকল ভিডিও তো দেখবেই সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবে। এ কারনে আপনি অন্য ভিডিও থেকে খরচ না করে আয় করতে পারবেন। তাই বলি ইউটিউব চ্যানেল কে প্রোমোট করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো এটি। আপনার এক টাকা খরচ হলে একশত টাকা আয়ের সম্ভাবনা থাকে প্রকৃতভাবে।
#makemoneyonline-YouTube.com
1 Comments
Update kobe pabo
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!