#picoworkers

অনেক সাইট আছে যেখান থেকে সাত বা আট ঘন্টা কাজ করলেও দেখা যায় যে পাঁচ কি ছয় ডলার ইনকাম করা সম্ভব নয়। আবার অনেক সাইট রযেছে যেখান থেকে হাই পেমেন্টের কাজ থাকে কিন্তু কাজের পরিমান অনেক কম থাকে। আজকের আলোচনার সাইটি আপনাকে এ দুই প্রকার সমস্যার সমাধান দেবে একত্রে।

এখানে প্রতিদিন প্রচুর পরিমান নতুন কাজ আপলোড হয়ে থাকে । আশাকরি আপনি চাইলে প্রতিদিন অনলিমিটেড কাজ করতে পারবেন।  কোন কোন কাজ আছে যা করতে আপনার সময় লাগবে সর্বোচ্চ দুই মিনিট আবার কোন কাজ আছে যা করতে আপনার একটু বেশি সময় লাগতে পারে।

দক্ষতা যত বেশি আয় তত বেশি কমপক্ষে $ 200- 250 মাথলি।
অন্যের দ্বারা কাজ করিয়ে বা নিজে কাজ করে আয় করুন -অনলাইনে সেবা ক্রয়-বিক্রয় করে।
কিভাবে শতভাগ শিওর হবেন যে আপনাকে পে করবে বা করবে না ?

তবুও ধরে নিলাম একটি কাজ করতে গড় সময় লাগে তিন মিনিট। যদি গড়ে একটি কাজের মূল্য হয় 4 টাকা তহলে ঘন্টায় আপনার আয় কত? আমি আপনাদেরকে দেখানো জন্যে যে সকল কাজ সম্পাদন করে ছিলাম ও কযেক ঘন্টার মধ্যে পেমেন্ট পেযেছিলাম তা নিম্নরুপ:


প্রতিটি কাজের গড় সময় যদি তিন মিনিট হয় তাহলে ঘন্টায় আপনি করতে পারেন বিশটি কাজ। আবার একটি কাজের মূল্য যদি গড়ে চার টাকা হয় তাহলে ঘন্টায় আপনার আয় দারায় আশি টাকা। আপনি যদি প্রতিদিন আট থেকে দশ ঘন্টা কাজ করেন তাহলে আপনার দৈনিক আয় হয় আটশত টাকা। তাহলে আপনার মাসিক আয় দারায় চব্বিশ হাজার টাকা।


এইটা আপনাকে সর্বনিম্ন আয়ের একটি ধারনা দেয়া হল। আপনি চাইলে আরো বেশি করতে পারেন। আর একটি সুবিধা হল আপনি যদি ভিন্ন ভিন্ন ডিভাইস নিয়ে অর্থাৎ আপনি যদি 
একসাথে একাধিক একউন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার আয় আপনি অনেক বারিয়ে নিতে পারেন।

অ্যানড্রযেড মোবাইলে, পিসি বা ল্যাপটপে, ডেটা বা নেট কানেক্ট করবেন

একাধিক ডিভাইসে এক একটি করে কাজ করলে অনেক বেশি কাজ করা সম্ভব। কেননা আপনি যে কাজ সম্পর্কে একবার ধারনা পেয়ে থাকেন তা বারবার পড়ার বা জানার দরকার পরেনা তাই অনেক বেশি কাজ করা যায় নির্দ্দিষ্ট সময়ের মধ্যে। সকল দেশ থেকে কাজ করতে পারবেন।


একেই ডিভাইস দিয়ে বা একেই ডিভইসের ডেটা দিয়ে একাধিক অ্যাকাউন্ট করবেন না। য়দি করেন থাকেন তাহলে টাকা তুলতে পারবেন না ও ব্যান হয়ে যেতে পারে। যেহেতু কোন ওয়েবসাইটে কাজ করতে হলে সে ওয়েবসাইটে আপনার নিজস্ব একটি অ্যাকাউন্ট বা প্রোফাইল থাকা দরকার। সেহেতু সাইটে (picoworkers) গিয়ে অ্যাকাউন্ট করে নিবেন।


ক্রিযেট বাটনে ক্লিক করলেই আপনার সামনে সে সাইটি চলে আসবে। তারপর আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার প্রোফাইল তৈরি করে নিবেন। তার পর সাইনইন করার পর ফাইন্ড জবে গিয়ে কাজ করতে পারবেন।

picoworkers-CREATE YOUR PROFILE

আমি সাধারনত এখানে কোন ধরনের কাজ করতে পার? এ সাইটে রযেছে বহু ধরনের কাজ যা আপনি নিচের পিকচার দেখে মোটামুটি ধারনা পেতে পারেন। কেননা আপনি অবশ্যেই বুঝতে পারেন যে সকল প্রকার কাজের কথা তুলে ধরা অনেক দূরূহ ব্যাপার। তাই যতদূর সম্ভব আলোচনা করব। আর নিচে তুলে ধরা পিকচার থেকে মোটামুটি একটি ভালো ধারনা পেয়ে থাকবেন। আর যদি সাইটে প্রবেশ করেন তাহলে আরো ভালো করে দেখতে পারবেন।


অপনি প্রতিদিন আনলিমিটেড কাজ (Unlimited work) করতে পারবেন। অনেক সাইট রযেছে যেখান থেকে আপনি প্রতিদিন 25 টা কাজ বা নির্দ্দষ্ট কাজ করতে পারবেন। কিন্তু এখানে এরুপ কোন বিধিনিষেধ নেই। তবে প্রথম দিকে একটু স্লো মোশনে কাজ করবেন ফ্রিল্যানসাররা কেননা প্রথম তিন চার দিন আপনা অ্যকাউন্টএ কাজ অ্যাপ্রুভ এর সংখ্যা একটু কম থাকায় আপনি বেশি কাজ করতে বা জমা দিতে পারবেন না। তবে সঠিকভাবে কাজ করলে পরে আর কোন বাধা পেতে হবে না। 


তাছারা রেফার করেও আয় করতে পারবেন। যদি কোন ব্যক্তি আপনার রেফারেল লিংক থেকে যুক্ত হয়ে থাকে তাহলে তার আয়ের ও নির্ভর করে আপনার আয় বেরে যাবে যা ওয়েবসাইট কতৃপক্ষ আপনাকে তাদের তরফ থেকে সাথে সাথে দিয়ে দিবে। আপনার আরনিং ব্যালেন্স এ দিয়ে দিবে যা, আপনি সাথে সাথে উইথড্র করতে পারবেন।


নিচের ছবি থেকে প্রুভ দেখে নিন য়ে তার আয়ে সাথে সাথে আমার অ্যাকাউন্ট এ জমা করে দিয়েছে। মাত্র পাঁচ ডলার হলেই উইথড্র করতে পারবেন।

উইথড্র করার অনেক মাধ্যম রযেছে। তারপরও যদি আপনার হেল্প লাগে তাহলে আমাদের সাপোর্ট নিতে পারবেন।

picoworkers-কিভাবে উইথড্র করবেন?/ How to withdraw?

যখন আপনার অ্যকাউন্ট এর আরনিং ব্যালেন্সে সর্বনিম্ন পাঁচ ডলার হবে তখন আপনি উইথড্র রিকোয়েস্ট করতে পারবেন। পাঁচ ডলারের কম হলে পারবেন না। যখন আপনার আরনিং ব্যালেন্সে পাঁচ ডলার বা তার বেশি হবে তখন উইথড্র করবেন। এটি করার জন্যে প্রথমে ওয়ালেট এর উপর ক্লিক করলে নিচের পিকচারের মতন একটি পেইজ ওপেন হবে।

পেইজটি ওপেন হওয়ার পর আপনি চারটি উইথড্রয়াল গেটওয়ে দেখতে পাবেন তার যেকোন একটি সিলেক্ট করবেন। অর্থাৎ যে ওয়ালেটে আপনার অ্যকাউন্ট আছে । আমি আপনাদের কে পেপালের মাধ্যম উইথড্র সিস্টেম দেখাবো। তবে বাকিগুলোর সিস্টেম প্রায় একেই রকম।


পেপাল সিলেক্ট করার পর নিচে থাকা আই অ্যাকনলেজমেন্ট অপশনে টিক দিয়ে দিবেন। এরপর রিকোয়েস্ট অ্যা টোকেন এর জন্যে সেন্ড টোকেন বাটনে প্রেস করবেন। তারপর আপনার জিমেইলে একটি টোকেন কোড পাবেন। সে কোডটি ফাঁকা ঘরে দিয়ে সাবমিট রিকোয়েস্ট প্রেস করলেই আপনার উইথড্র পেনডিং থাকবে।


এভাবে রিকোয়েস্ট করার পর পরবর্তী দশ কর্ম দিবসের মধ্যে আপনার অনলাইন ব্যাংক অ্যকাউন্ট ব্যালেন্সে পাঠিয়ে দেয়া হবে। তবে আমি ভেবেছিলাম 10 দিন পর চেক করব যে তারা টাকা দিছে বা দিছে না তা । কিন্তু পরের দিন চেক করে দেখি পেমেন্ট কম্পিলিট।

তবে খেয়াল রাখবেন আপনার ব্যাংক অ্যকাউন্ট যেন পরিপূর্ণ ভেরিফাইড হয়ে থাকে তা না হলে আপনার টাকা বাজেযাপ্ত হতে পারে অর্থাৎ আপনি সে টাকা আর ফেরত পাবেন না। প্রয়োজনে আমাদের সাপোর্ট নিতে পারবেন।

picoworkers-কিভাবে প্রচার কাজ চালিয়ে সবচেয়ে বেশি ট্রাফিক পেতে পারেন।(How to get the most traffic by continuing the campaign.)


বিভিন্ন সামাজিক বা সোসাল মিডিযায় মেয়ার করে, ব্লগ সাইট , ওয়েবসাইট বা গুগল সাইট বা ফোরামের মাধমে রিভিউ করার মাধ্যমে। ভিডিও কন্টেন্ট পাবলিশ করে বেশি ট্রাফিক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেকের প্রশ্নের উত্তর  দেওয়ার মাধমে ও জিমেইল মার্কেটিং ( Gmail Marketing) করে ইত্যাদি মাধমে ট্রাফিক কালেক্ট করতে পারেন।
আপনার এফিলিয়েট লিংক থেকে আরো বেশি আয় করার ক্ষেত্রে নতুন ফ্রিল্যানসারদের টার্গেট করতে পারেন। নতুন ফ্রিল্যানসারা সাধারনত অনেক বেশি অ্যাকটিভ থেকে কাজ করার প্রচেষ্টা করে থাকে। তাছারাও অনেক স্মল বিজনেস (Small business) ওউনার দেরও টার্গেট করতে পারেন। কেননা তারা তাদের ব্যবসার সম্প্রসারনের জন্যে আপনার প্রচার কার্য থেকে জযেন হতে পারে। 

নতুন ফ্রিল্যানসারা ও স্মল বিজনেস ওউনাররা (Freelancers and Small Business Owners) সাধারনত তেমন কোন আয় বা প্রচার চলানোর ক্ষেত্রে তেমন সুযোগ পায় না। তাই তারা একরার আপনার মাধ্যমে সন্ধান পেলে আপনার ইনকাম ও সাথে সাথে আপনার সকল প্রকাশ থেকে জয়ে হতে থাকবে এতে আপনার অন্য সকল সেবাসমূহেরও দ্রুত প্রচার পেয়ে যাবে। যেহেতু তাদের ইনকাম বা ডিপোজিট ছারা আপনার আয় হবে না। ইনকাম ও ডিপোজিট এ উপর  কমিশন পাওযার জন্যে তারা আপনার জন্যে খুবই সহায়ক হবে। আপনার অর্জিত কমিশন আরনিং ব্যালেন্সে দিওয় দেয়া হবে।


আরনিং থেকে যেকোন সময় উত্তোলোন করতে পারবেন। যখন কোন ক্লিযার পারসেজ বা ক্রয় সম্পাদিত হবে এবং ফ্রিল্যানসারদের কাজের অ্যাপ্রুভ দেওয়া হবে তার ঠিক পরবর্তী ত্রিশ দিনের মধ্যেই কমিশন পেয়ে যাবেন।

তবে ত্রিশ দিন বলা থাকলেও আপনারর অ্যাকাউন্টে সাথে সাথে দিয়ে থাকে তবে কিছু কিছু সময় একটু বেশি সময় লাগার জন্যে ত্রিশ দিনের কথা বলে থাকে। তবে আমি মনে করি দীর্ঘ সময় বলাটা ভালো কেনন অনেক সময় নির্ধারিত সময়ের মধ্যে না দিতে পারলে প্রতিষ্ঠানটি জন্যে নেতিবাচক চিন্তা কাজ করতে পারে। অনেক সাইট আছে যারা তিন দিনের মধ্যে দেওযার কথা বলে দিতে পারেনা তাই তাদের সুনাম নষ্ট হয়ে থাক।


তবে এ প্রতিষ্ঠানটি দশ দিন সময় নিলেও ২৪ ঘন্টার মধ্যেও কম্পিলিট করে থাকে। এসাইটের মাধ্যমে সাধারনত বিজনেস ওউনাররা কাজ দিয়ে থাকে আর ফ্রিল্যানসার তাদের ইনকামের জন্যে সে কাজ করে থাক। আর যেহেতু এটি এব একটি ইন্টারন্যাশনাল সাইট/ International site তাই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট বা ফোরামের/ International websites or forums মাধ্যমে প্রচার করতে পারলে খুব তারাতারি সফল হতে পারবেন।

তবে বেশি আয়েব জন্যে আপনি যদি স্মল বিজনেস ওউনারদের টারগেট করে মার্কেটিং করতে পারেন তাহলে আপনার আয় হবে অকল্পনীয়ভাবে। একটি আনুমানিক পরিসংখ্যান দিয়ে বিষয়টি ক্লিযার করি। ধরেন আপনার লিংক থেকে পঞ্চাশ জন ফ্রিল্যানসার জয়েন করে প্রত্যেকে এক ডলার করে ইনকাম করেছে।


আপাতত ফ্রিল্যানসারদের সর্বমোট ইনকাম ৫০ ডলার আর ৫% কমিশন হারে আপনার আয় হবে আড়াই বা ২.৫০ ডলার। অপর দিকে একজন বিজনেস ওউনার জযেন হয়ে ১০০ ডলার এর কাজ সাবমিট করেছে তাতে আপনার আয় হবে ৫% কমিশন হারে ৫ ডলার।  এবার বলুন আপনি কাকে বেশি প্রাধান্য দিবেন। তবে সকল ক্ষেত্রের জন্যে সমানভাবে কাজ করার চেষ্টা করলে অরো বেশি কমিশন পাবেন। খুব সহজে প্রোপার ইমেজ বা ইস্কিনসর্ট এর সাথে লিংক প্রচার করে দ্রুত আয় করতে পারেন।

picoworkers-যেসকল নিয়ম মেনে আয় করতে পারবেন এফিলিয়েট প্রোগ্রাম থেকে। You can earn money from affiliate programs according to the rules.


আগেই এফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে অনেক জানতে পেরেছেন। যেসকল নিয়ম মেনে আয় করতে পারবেন এফিলিয়েট প্রোগ্রাম/ Affiliate programs থেকে। কিভাবে নিয়ম মেনে এফিলিয়েট প্রোগ্রাম ইনকাম করতে পারবেন তা বিশদভাবে আলোচনা করা হলো। 

এফিলিয়েট প্রোগ্রাম/ Affiliate programs এ যুক্ত হতে হলে আপনার একটি অ্যাকটিভ বা সচল অ্যাকাউন্ট থাকতে হরে। তবে আপনি নতুন হলে ভিডিওর ডেসক্রিপশনে সাইট লিংক দেওয়া আছে সেখান থেকে করে নিবেন। আর আপনার আগের থেকে সচল অ্যাকাউন্ট থাকলে নতুন করে করার দরকার নেই।
তবে অতি লাভের জন্যে অধিক প্রোফাইল খুললে হাঁসের সোনালি ন্যায় আপনার ঘটনা হতে পারে। একাধিক থেকে বিরত থাকা বাঞ্চনীয়। 


তাছারা আপনি যদি KredStreet Inc এমপ্লয়ী বা ফ্যামিলি মেম্বার হয়ে থাকেন  অথবা সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন অথবা প্রত্যক্ষ ফ্যামিলি সদস্য হন তাহলে প্রোগ্রামে অংশ নিতে পারবেন না।

প্রোপার ডকুমেন্টস অনুযায়ী আপনার কার্যকর বয়স ১৮ বছর হতে হবে। ১৮ বছর বা তার বেশি যে কোন দেশের নাগরিক যোগদান করতে পারবে কারন সাইটি বিশ্বব্যপী কোর্যক্রম পরিচালনা করে থাকে।

তবে কোন অবস্তাতেই সেল্ফ রেফার গ্রহন করা যাবেনা বা নিজের অ্যাকটিভিটি থেকে কমিশন গ্রহন করতে পারবেন না। তাছারা বিস্তারিতভাবে তাদের সাইটে বর্ণনা করা আছে সময় করে পরে নিবেন। তবে এফিলিয়েট প্রোগ্রাম যুক্ত হওয়ার আগে অবশ্যই তাদের আপডেট কার্যপ্রনালী ভালো ভাবে জেনে নিবেন কেননা যেকোন সময় তারা তাদের শর্ত পরিবর্ত করতে পারে পূর্ব ঘোষনা ব্যতিত।

ধরেন আমি গত তিন দিন আগে পোষ্ট করেছি। কিন্তু তিন দিন পর তারা তাদের কন্ডিশন আপডেট করে দিল। এখন  কি হতে পারে।

অনেক কিছুই হতে পারে। এমনকি এফিলিয়েট প্রোগ্রাম/ Affiliate programs তারা বাদ দিয়েও দিতে পারে। এতে আপনার পরিশ্রম বিফলে যেতে পারে। যদিও এ সকল সাইট সাধারনত এফিলিয়েট সেকশন বাদ দেয় না কারন প্রচার কাজ অনেক স্লো হয়ে পরে আর সাইট বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 

তবে তেমন কোন শর্ত নেই যা আপনার জন্যে ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে একমাত্র সেল্ফরেফার ব্যতিত।

পরিষেশে বলা যায় যে, কোন অসৎ পন্থা অবলম্ভন না করে যদি সঠিক পন্থায় কাজ করে যান তাহলে মোটামুটি বছরের পর বছর কাজ না করে অনেক টাকা ইনকাম করতে পারবেন অনলাইন থেকে ঘরে বসে কোন প্রকার কাজ না করে শুধু ফাষ্ট টাইম একটু কষ্ট করতে হবে।