আমারা সরকারি-বেসরকারি চাকরি খুজতে গিযে অনেক সময় ভুযা চাকরির কবলে পরে যাই। আর ভুযা চাকরির কবলে পরতে হবেনা। শতভাগ নিশ্চিন্তে থেকে জবে অ্যাপ্লাই করতে পারবেন নিচের অনুসৃত পদ্ধতির মাধ্যম। তাই প্রতিতি স্টেপ অবলম্ভন করে েতৈরি করেনিন আপনার জব প্রোফাইল।
তাছারা বিভিন্ন চাকরির অ্যাপ্লাযের
জন্যে আপনার সিভি বারবার পূরণ করতে হয়। এ ঝামেলা থেকে বাচুন। আবার অনেক চাকরির অ্যাপ্লাই
কারার বিষয়টি আপনার সরন নাও থাকতে পারে। এছারাও নানাবিধ সমস্যার সম্মুখিন হতে পারেন।
সকল সমস্যার ও প্রয়োজনের সমাধান দিতে পারে
একটি মাত্র অ্যাকাউন্ট।অ্যাপ্লাই থেকে অ্যামিট ডাউনলোড ও প্রয়োজনিয় সকল সুবিধা একসাথে।
অ্যাকাউন্ট করুন Alljobs এ যা teletalk বাংলাদেশের নিয়ন্ত্রনাধীন। পারলে 20 টাকা ব্যয় করে অ্যাকাউন্ট প্রিমিযাম করে নিযেন। এসএমএস এর মাধ্যমে প্রিমিযাম করার নিদেশনা সেখানে সহজভাবে দেয়া রযেছে। প্রয়োজনিয় সকল ইনফমেশন ভবিষ্যতের জন্যে সংরক্ষন করুন নিজ দাযিত্বে।
BDJOBS/ বিডিজবস
যে বা যারা চাকরি সন্ধানি বা চাকরির সন্ধান করতেছেন। তাদের প্রতিটি লোকের উচিৎ বিডিজবসে একটি নিজের প্রোফাইল তৈরি করা। তাই আপনার অভিগতার সকল লিখিত ডকুমেন্টস দিয়ে তৈরি বা ক্রিয়েট করে নেন। কেননা আজকাল বিশ্বস্ত সকর প্রতিষ্ঠান তাদের প্রয়োজনিয় লোকবল কালেক্ট করা েজন্যে বিডি জবস এ সারকুলার দিয়ে থাকে। তাই আপনার জর ক্যাটাগরি সিলেক্ট করে রাখলে কোন প্রকার সন্ধান ছারা অল্পর মধ্যেই পেয়ে যাবেন। তাছরাও সবসময় হাজার হাজার জব সারকুলার তো থাকছেই। তাছারা সরকারি বা বেসরকারি সকল ধরনের সারকুল পাবেন।
তাছারা সকল লাইভ জবস এর সারকুলার ইনস্টান্ট পাবেন। একথা বলার কারন হলে অনেক সাইট রয়েছে যারা দুই-চার বছর আগের সারকুলারও তাদের ওয়েবসাইটে লাইভ রাখে। আর এ সাইটটি যে সকল চাকরিতে অ্যাপ্লাই করার তারিখ আছে কেবল মাত্র সেগুলেই লাইভ থাকবে। ও যদি কো প্রতিষ্ঠান সারকুলার দিয়ে প্রতারনা করার চেষ্টা করে থাকে তাদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি রাখে। তাছারা তাদের দেয়া হটলাই নাম্বার থেকেও সেবা নিতে পারবেন।
কিভাবে আপনি আপনার নিজের প্রোফাইল ক্রিয়েট করবেন তা বিস্তারিত দেখিয়ে দিব।
নিচের সকল স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপ ফলো করে ক্রিয়েট করে নিন ও জেনে নিন কিভাবে জবে অ্যাপ্লাই করতে হয়। আপনি বিডিজবস(bdjobs) এর ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে যারা মোবাইল ব্যবহার করে থাকেন তা অ্যাপস ব্যবহার করাটা ভালো। তবে চাইলে ওয়েবসাইও ব্যবহার করতে পারেন। তাই বিডিজবস অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড ও ইনস্টল করে নিয়ে বা ওয়েব সাইটে গিয়ে অ্যাকাউন্ট করে নিবেন। কিভাবে নিজের একটি প্রোফেশনাল মানের প্রোফিইল তৈরি করবেন তা নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখিয়ে দেয়া হলো-
অ্যাপ হলে অ্যাপটি ওপেন করবেন আর ওয়েবসাইট থেকে হলে যেকোন ব্রাউজার থেকে বিডিজবস বা বিডিজবস ডট কম লিখে সাচ করে নিবেন। এর পর সাইনইন অর ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে প্রেস করবেন। এর পর আপনি দুইটি অপশন দেখতে পাবেন তা হলো মাইবিডিজবস (My Bdjobs) ও এমপ্রয়ারস (Employers)। যদি আপনি জব সারকুলার দিতে চান অর্থাৎ যদি আপনার জনবলের দরকার পবে বা আপনি কোন প্রতিষ্ঠানের অনুকূলে জনবল নিয়েগ দিতে চান তাহলে এমপ্রয়ারস(Employers) বা দ্বিতীয় অপশন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। তবে আগে আমি দেখাবো কিভাবে জব সিকাররা তাদের প্রোফাইল ক্রিয়েট করবে। তাই আপনি জদি জবসিকার হয়ে থাকেন তাহলে মাইবিডিজবস (My Bdjobs) অর্থাৎ প্রথম অপশন থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিক করবেন। এর পর পরবর্তী স্টেপগুলো আস্তে আস্তে ফলো করতে থাকেন।
আপনি এখানে তিনটি ক্যাটাগরি দেখতে পারেন। যেমন বিস্তারিত ভাবে দেখে ও সিলেক্ট করে নিন। না বুঝলে প্রতিটি ক্যাটাগরির ভিডিও টিউটোরিয়ার দেখে নিতে পারেন। বিভিন্ন ধরনের দক্ষতার ভিত্তিতে বিডিজবস অ্যাকাউন্ট এর দুই ধরনের ক্যাটাগরি রয়েছে- জেনারেল ক্যাটাগরি(General Category) এবং স্পেশাল স্কিল্ড ক্যাটাগরি (Special Skilled Category)। আপনি যেকোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন। এছাড়াও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অ্যাকাউন্ট তৈরির ব্যবস্থা রয়েছে। অ্যাকাউন্ট তৈরি করার পরও আপনি চাইলে ক্যাটাগরি পরিবর্তন বা সংযোজন করতে পারবেন। আপনি কোন ক্যাটাগরি সিলেক্ট করবেন তা নিজ থেকে বুঝে সিলেক্ট করে নিন।
জেনারেল ক্যাটাগরি(General Category): আপনি যদি অ্যাকাউন্ট্যান্ট বা ইঞ্জিনিয়ার বা লেকচারার বা প্রোজেক্ট ম্যানেজার ইত্যাদি হতে চান তাহলেজেনারেল ক্যাটাগরি(General Category) সিলেক্ট করে প্রাথমিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন।
স্পেশাল স্কিল্ড ক্যাটাগরি(Special Skilled Category): আপনি যদি ড্রাইভার, নার্স, ইলেক্ট্রিশিয়ান, সিকিউরিটি গার্ড ইত্যাদি হতে চান তাহলে এই ক্যাটাগরি সিলেক্ট করে প্রাথমিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে নিবেন।
আর যারা প্রতিবন্দি তাদের জন্যে রয়েছে একটি বিষেশ ক্যাটাগরি তা সিলেক্ট করে তারা অ্যাকাউন্ট করে নিবেন। সব ক্যাটাগরিতে অ্যাকাউন্ট করার ধরন বা পদ্ধতি প্রায় সমান। কিছু আলাদা থাকলে তা েদেখলেই বুঝে যাবেন। তাই আপনার ক্যাটাগরি সিলেক্ট করার পর নিচের নিয়ম ফলো করে তৈরি করে নিন নিজের জব প্রোফাইল। আপনার নাম ইমেইল নাম্বার ইত্যাদি ও দুইটি টিক মার্ক দিয়ে ক্রিয়েট বাটন প্রেস করে দিবেন। আপনার মেইল অ্যাকাউন্টে একটি একটি কনফরমেশন মেইল গেলে ক্লিক করে কনফর্ম করে নিবেন। চেক করে দেইখেন ভালোকরে। এর পর আপনার নাম্বার বা মেইল অ্যাড্রেস বা ইউজার নেইম ও পাসওযার্ড দিয়ে সাইনইন করে নিবেন। এ পর্যন্ত আপনার প্রোফাইলের প্রাথমিক কাজ শেষ। বাকি সেটিংস করে নিতে নিচের স্টেপগুলো লক্ষ্য করতে পারেন।
রিজিউম ড্যাসবোর্ড বা আপনার প্রোফাইল এর বা আপনার নামের উপর ক্লিক করে ইডিট রিজিউম এ ক্লিক করে রিজিউম এডিট করে।
2 Comments
Onak easy
উত্তরমুছুনReally it's very easy.i have created
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your valuables Commenting!!!